Friday, December 19, 2025

ভিনরাজ্যে ভোটের কাজে যাওয়া রাজ্য পুলিশকে পোস্টাল-ভোট দিতে বাধা! বিস্ফোরক মমতা

Date:

Share post:

রায়নায় প্রচার মঞ্চ থেকে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশের যাঁরা অন্য রাজ্যে ভোটের কাজে গিয়েছেন, তাঁদের পোস্টাল ব্যালটে ভোট দিতে দেওয়া হচ্ছে না। অথচ আইন শৃঙ্খলার কাজে ব্যস্ত থাকছেন পুলিশ কর্মীরা। সেক্ষেত্রে তাঁরা যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই কারণেই এই পোস্টাল ব্যালটের নিয়ম। সেখানেও বাধা দেওয়া হচ্ছে বলে কমিশনকে এক হাত নেন মমতা। পোস্টাল ব্যালটের মাধ্যমে যে পরিমাণ ভোট পড়ে তা শতাংশের বিচারে খুব সামান্য হলেও, কোনও কোনও সময় সেগুলিই হয়ে যায় ডিসাইডিং ফ্যাক্টর।এদিন ফের এনআরসি নিয়ে সরব মমতা। এনআরসি হলে সব অধিকার কেড়ে নেবে। এনআরসি হলে বিদেশী হয়ে যাবে। এদিন বিজেপির বিরুদ্ধে আইএএস, আইপিএস অফিসারদের ফোনে ভয় দেখানোরও অভিযোগ তোলেন তিনি৷

মমতা ফের মনে করিয়ে দেন, লক্ষ্মীর ভান্ডারে টাকা দ্বিগুণ হয়েছে। যতদিন বাঁচবেন এই টাকা পাবেন মা বোনেরা। কেন্দ্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের ওষুধেরও দাম বেড়েছে।ওরা চাকরি বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে। আর কী করবে। দেশের সব টাকা লুঠ করেছে। এখন দেশ এবং সংবিধানকে শেষ করার খেলায় মেতেছে। ওরা ১০০ দিনের টাকা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা ৫০ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কেন্দ্রের ভরসায় বসে না থেকে আমরাই ১১ লক্ষ বাড়ির জন্য দুটো কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা আমরা দেব।

তিনি বলেন, আপনি সন্দেশখালি নিয়ে অনেক কথা বলছেন, সন্দেশখালিতে এমন কোনও ঘটনা ঘটতে দিইনি। ওদের জমিজমা নিয়ে কিছু সমস্যা ছিল, আমরাই অফিসার পাঠিয়ে তার সমাধান করে দিয়েছি। কিন্তু আপনি কী করেছেন?

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা৷ শুধু তাই নয়, এদিন কার্যত রাহুল গান্ধীর পাশে দাঁড়াতে দেখা যায় তৃণমূল নেত্রীকে ৷ রায়নার সভামঞ্চে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, রাহুল গান্ধী কেন রায়বরেলিতে দাঁড়াতে গেল আজ তা বলছে? বেশ করেছে দাঁড়িয়েছে। তাতে তোমার কি? তুমিও তো দুই জায়গায় দাঁড়িয়েছ।




spot_img

Related articles

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...