Monday, August 25, 2025

কার্যকরী হবে সংশোধিত ক্রিমিনাল আইন, রাজ্যের সাহায্য চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক!

Date:

নতুন তিন দন্ড সংহিতা বা সংশোধিত ক্রিমিনাল আইন (Revised Criminal Law) কার্যকরী করার প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। জুলাইয়ের পয়লা তারিখ থেকে এই আইন চালু করার জন্য সব রাজ্যের কাছ থেকে সাহায্য চাইল অমিত শাহের (Amit Shah) মন্ত্রক। ভোটের মাঝেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন আইনে প্রযুক্তি এবং সময় উপযোগী বিধি সংযুক্ত করা হয়েছে। তাই এই আইনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুলিশ কর্মী, আধিকারিকদের প্রশিক্ষণের প্রয়োজন বলেই মন্ত্রকের তরফে দাবী করা হয়েছে।

প্রথম থেকেই সংশোধিত ক্রিমিনাল আইন পাশ করানো নিয়ে বিজেপি সরকারের পক্ষ থেকে তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এই বিল পাস করার সময় প্রাথমিক খসড়া করার জন্য বিরোধীদের প্রয়োজনীয় সময়টুকু না দেওয়ার অভিযোগ উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে। এবার সেই আইনকে কার্যকরী করতে রাজ্যের সাহায্য চাইছে কেন্দ্র।স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, সমস্ত পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের সঠিক এবং পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়া হলে তিন আইন কার্যকর করা সম্ভব নয়। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই প্রশিক্ষণ কাঠামো খতিয়ে দেখে সে সম্পর্কে যাতে পর্যাপ্ত ধারণা তৈরি করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পোর্টালও তৈরি করা হয়েছে। সব রাজ্য যাতে নিজেদের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে পুলিশ এবং কারা বিভাগের কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে সেই কথা মাথায় রেখে বিপিআরডি পাঠানো হয়েছে। যেহেতু ভোট মিটলে হাতে সময় কম, তাই এখন থেকেই এই সংক্রান্ত বিষয়গুলোতে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version