উইকেন্ডের বৃষ্টিতে স্বস্তি মিলবে কি? তাপপ্রবাহের তীব্রতা নিয়ে চিন্তায় হাওয়া অফিস 

আগামী সপ্তাহের গোড়া থেকেই কালবৈশাখীর দেখা মিলবে বলে আশাবাদী আবহাওয়া কর্তারা।

বৈশাখী দাবদাহে (Heatwave) তাপমাত্রা সামান্য কমলেও দহনজ্বালা থেকে মুক্তি মিলছে না দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির (Rain Update) সুখবর শুনিয়েছে বটে কিন্তু হাওয়া অফিস (Weather Department) মনে করছে এতে স্বস্তি মেলার সম্ভাবনা কম। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও রবিবার থেকে আবহাওয়া বদলাবে এবং সোম- মঙ্গলে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৪০-৪১ ডিগ্রির ঘরে। কলকাতা এবং পার্শ্ববর্তী কোনও এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা অন্তত শুক্রবারে নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। তবে রবিবার থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি করে পারদ নামবে। আগামী সপ্তাহের গোড়া থেকেই কালবৈশাখীর দেখা মিলবে বলে আশাবাদী আবহাওয়া কর্তারা।