বাংলায় সাইক্লোনিক সার্কুলেশন, দুর্যোগের মুখে বাংলা

বাংলার আকাশে কালবৈশাখীর ঘনঘটা। তাপপ্রবাহ থেকে রেহাই মেলার ইঙ্গিত হাওয়া অফিসের আপডেটে। শনিবার রাতের দিকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে যা পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা ৷ সমুদ্রতল থেকে ০.৯ কিমি পর্যন্ত এই ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে আর তাতেই হাওয়া বদলের ইঙ্গিত।

গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে ৫ মে। দক্ষিণবঙ্গের বীরভূম ,বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায়, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। আগামী সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার গোটা রাজ্যের সর্বত্র বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৬ তারিখে দু-এক দফা ভারী বৃষ্টি। সব জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা। শনিবার রাজ্যে মিশ্র আবহাওয়া। কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা আবার কিছু জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি। এদিন রাতের দিকে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। কাল দক্ষিণের দু-একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণের বেশিরভাগ জেলায় খুব হালকা দু-এক পশলা বৃষ্টি। বৃষ্টি থেমে গেলে অস্বস্তি চরমে উঠবে। সোম এবং মঙ্গলে রাজ্যের উপকূলে অ্যালার্ট জারি করা হয়েছে।