Friday, November 14, 2025

পরের মরশুমেও মোহনবাগানের হটসিটে হাবাস? ISL ফাইনালে নামার আগে মুখ খুললেন বাগান কোচ

Date:

Share post:

আজ আইএসএল-এর ফাইনাল । মেগা ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি মুম্বই সিটি এফসি। যেখানে মোহনবাগান নামছে ত্রিমুকুটের লড়াইয়ে। আর মুম্বই নামছে লিগ-শিল্ডের বদলা নিতে। তবে এরর মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে কলকাতা ময়দানে। পরের মরশুমে কি মোহনবাগানের হট সিটে দেখা যাবে আন্তনিও লোপেজ হাবাসকে ? কারণ আইএসএল ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বলেছিলেন ‘আমার কোচিং কেরিয়ারের এটা শেষ পর্ব চলছে। এগুলিই শেষ কয়েকটি মুহূর্ত হয়ে উঠতে চলেছে। আমার জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।’ আর এরপর থেকেই গুঞ্জন শুরু হয়ে যায় তাঁর সবুজ-মেরুন শিবিরে থাকা নিয়ে।আর এই নিয়ে ফাইনালের আগে মুখ খুললেন বাগান কোচ ।

শনিবার ইনস্টাগ্রামে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মোহনবাগান হেড কোচ। সেখানে হাবাস লেখেন, ‘ গতকাল প্রেস কনফারেন্সে আমার বক্তব্য শুনে অনেকেই ভাবছেন এটাই হয়ত আমার মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ। তবে তেমনটা একেবারেই নয়। ক্লাবের সঙ্গে আমার পরের মরশুমের পরিকল্পনা নিয়ে কথাবার্তা হয়েছে।’ আর এরপরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মেরিনার্স ফ্যানরা। মোহনবাগান যে পরের মরশুমের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে তা ট্রান্সফার মার্কেটে গুঞ্জন থেকেই স্পষ্ট হয়েছে।

শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলরেনকে সই করানোর লড়াইয়ে ভারতীয় ফুটবলের প্রথম সারির দুই ক্লাব। সেই লড়াইয়ে যেমন মুম্বই সিটি এফসি রয়েছে, তেমনই রয়েছে মোহনবাগানও। বলা ভাল এগিয়ে রয়েছে সবুজ-মেরুন। এটা হাবাসের পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। পাশাপাশি কিয়ান নাসিরি, হামতেদের জায়গায় ভাল মানের ভারতীয় ফুটবলারও খুঁজছে মোহনবাগান। আর তা পেয়ে গেলে আইএসএল, সুপার কাপ ও ডুরান্ড কাপ তো বটেই, এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও প্রতিপক্ষদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে মোহনবাগান।

তবে তার আগে সমর্থকদের চোখ থাকবে শনিবারের ফাইনালের দিকে। এই ম্যাচ জিততে পারলে ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়ে ফেলবেন শুভাশিস-লিস্টনরা। সেই আশাতেই যুবভারতী ভরাতে তৈরি মোহনবাগান ফ্যানরা। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ।

আরও পড়ুন- আজ যুবভারতীতে আইএসএল-এর মহারণ, মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাগান অধিনায়ক

spot_img

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...