ছেলের পর বাবা! অশ্লীল ভিডিওকাণ্ডে দেবগৌড়ার পুত্রের বিরুদ্ধে জারি লুক আউট নোটিশ

0
1

অশ্লীল ভিডিয়োকাণ্ডে আরও বড়সড় বিপাকে জনতা দল সেকুলার (JDS) প্রধান এইচডি দেবগৌড়ার পুত্র এইচডি রেভান্না (HD Revanna)। দেশ ছেড়ে যাতে তিনি পালাতে না পারেন সেকারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ (Lookout Notice) জারি করল সিট (SIT)। গত সপ্তাহে প্রজ্বলের যৌন কুকীর্তির হাজার তিনেক ভিডিওর একটি পেন ড্রাইভ প্রকাশ্যে এসেছে। অভিযোগকারী দেবরাজ গৌড়ার দাবি, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিয়ো নিজেই তুলে রাখতেন। নির্যাতিতাদের ব্ল্যাকমেল করাই উদ্দেশ্য ছিল প্রজ্বলের। যদিও বিতর্কিত ভিডিও সামনে আসতেই দেশ ছেড়েছেন দেবগৌড়ার নাতি। ইতিমধ্যে সেই ভিডিও নিয়ে উত্তাল দেশের রাজনীতি। লোকসভা ভোট চলাকালীন এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই বিপাকে জেডিএস।

তবে ইতিমধ্যে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারের নির্দেশে তদন্ত শুরু করেছে সিট। আর সেই মোতাবেক জিজ্ঞাসা করার জন্য প্রজ্বল এবং তাঁর বাবা এইচডি রেভান্নাকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। যদিও কেউই এখনও তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দেননি। তদন্তকারীদের আশঙ্কা, জেরা এড়াতে এইচডি রেভান্না দেশ ছেড়ে পালাতে পারেন। আর সেকারণেই আগেভাগে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল সিট। অন্যদিকে, দেবগৌড়ার পুত্রের বিরুদ্ধে এক মহিলাকে অপহরণ করার অভিযোগও উঠেছে।

এদিকে অশ্লীল ভিডিয়োকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই দেশ ছেড়েছেন প্রজ্বল। তাঁকে দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তবে প্রজ্বল এখন ঠিক কোথায় আছেন, তার কিনারা করতে পারেননি তদন্তকারীরা।