Thursday, August 21, 2025

নাগরিকত্ব নিয়ে প্রশ্ন! রাহুলের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে জমা পড়ল অভিযোগ 

Date:

‘রাহুল (Rahul Gandhi) ভারতের নাগরিক (Indian Citizen) নন, তিনি ব্রিটিশ নাগরিক’! আর সেকারণেই কংগ্রেস নেতার নাগরিকত্ব (Citizenship) নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানালেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, অবিলম্বে রাহুলের মনোনয়ন (Nomination) বাতিল করতে হবে।

অভিযোগকারীর আইনজীবীর অভিযোগ, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। তাছাড়া মোদি পদবি নিয়ে মানহানি মামলায় রাহুলকে দু’ বছরের সাজা দিয়েছে আদালত। তাহলে কমিশন কীসের ভিত্তিতে তাঁর মনোনয়ন গ্রহণ করল? অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে কমিশনে। তবে রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কংগ্ৰেস সাফ জানিয়েছে রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। তবে অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পর এক প্রার্থী রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে শুনেছি। যার কোনো ভিত্তি নেই। যদিও এই বিষয়ে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ভোটের আবহে এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

চলতি নির্বাচনে ওয়েনাড় থেকে রাহুলকে প্রার্থী করেছে কংগ্রেস। গত ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়েনাড়ে ভোটও মিটে গিয়েছে। এবার রায়বরেলি কেন্দ্র থেকেও লড়বেন রাহুল। দলের ঘোষণার পর শনিবার রায়বরেলিতে মনোনয়নও জমা দিয়েছেন তিনি। তারপরই সামনে এল এমন অভিযোগ। তবে কমিশন রাহুলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version