Thursday, December 4, 2025

‘পাবলো পিকাসো’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

” আমাকে একটি জাদুঘর দিয়েই দেখো , একে পূর্ণ করার দায়িত্ব আমার ” ।

এমন কথা বলতে একটা জীবন যথেষ্ট নয় , জীবনের চেয়েও বড়ো হতে হয় ‌। চোখে ভাসে ‘ ব্লু পিরিয়ড ‘ । আহা , নীল নীল ঘন নীল , কতো নীল , কত ধরনের কত রকমের নীল হালকা নীল , গাঢ় নীল , আকাশী নীল , চাপা নীল , ফিকে নীল , জমাট , উজ্জ্বল , ফ্যাকাশে নীল , আহা নীলাভ ছটার সমাহার ! আর কি সব পোর্ট্রেট ! একমুখ দাড়িওয়ালা এক যুবক , একচোখ নিয়ে এক মহিলা , আরও কতো যে নীল নীল । ১৯০৬-এ আঁকা তাঁর আত্মচিত্রটি কিন্তু মোলায়েম গোলাপী রঙে রাঙানো । চিত্রকর পিকাসো ভাস্কর পিকাসো । রং তুলি , কাঠ , পাথর , বিভিন্ন ধাতু , কাচ , এমনকি পুরোনো গাড়ির ভাঙা অংশ পর্যন্ত সবই তাঁর শিল্পসৃষ্টির জরুরি উপাদান । তাঁর প্রবর্তিত ‘ কিউবিজম ‘ কিন্তু শুধু দেখলে চলবে না , বুঝতেও হবে ।

একটা গোটা দশক ধরে আঁকা ‘ সুররিয়ালিজম ‘ সিরিজের চিত্রমালা । ছবির মালা গাঁথা । গিটার ও বেহালা নিয়ে আশ্চর্য কাজ । কিউবিজমের অভিনব ধারা । নানা আকারের ফ্রেম । নানা রেখা, নানা আঙ্গিক , নানা ভঙ্গিমা । সরল , জটিল , মূর্ত , বিমূর্ত , কত যে রহস্য ! আহা কত রঙের ছবি দিয়ে আঁকা চুম্বন , প্রেমিক- প্রেমিকারা ।

বালক পিকাসোর মা ভাবতেন ছেলে বড় হয়ে বেশ উঁচুদরের মানুষ হবে । সে ধারণা মিথ্যে হয় নি । তবে স্পেনের গ্রাম্য পোশাক ও গেঁয়ো ভাষা সারা জীবন ছাড়তে পারেন নি পিকাসো । চুল নিয়ে চুলচেরা বিচার ছিল তাঁর । চুল কাটাতে বাড়ির বাইরে যেতেন না কখনও । চুল , দাড়ি , নখ নিজেই কাটতেন । এটা ছিল তাঁর স্প্যানিশ সংস্কার ।‌ কেউ যাতে চুল-দাড়ি-নখ নিয়ে তুকতাক করতে না পারে । তিনি বলতেন , ‘ আই ডু নট সার্চ , আই ফাইন্ড ‘ । তাঁর ছিল জীবনভর এক অদ্ভুত অস্থিরতা , যা দিয়ে তিনি একটা শতাব্দীর চেহারা পাল্টে দিয়ে গেছেন ।

১৮৮১ সালের ২৫ অক্টোবর স্পেনের মালাগা শহরে জন্ম হয় পিকাসোর ।‌ লোকে তাঁকে কমিউনিস্ট ভাবলেও কমিউনিস্ট আদর্শ বা ফর্মুলা মেনে তিনি ছবি আঁকেন নি । প্রচলিত ও প্রতিষ্ঠিত ধারণার বিরুদ্ধে ছিলেন তিনি । কমিউনিস্ট দুনিয়া যেমন তাঁকে নিয়ে স্বস্তিতে ছিল না , তেমনই তাঁকে নিয়ে স্বস্তিতে ছিলেন না স্বয়ং হিটলারও ।

ক্রোধোন্মত্ত ষাঁড় , ভুলুণ্ঠিত ম্যাটাডোর , আতঙ্কিত সাদা ঘোড়ার ছবি কে না দেখেছেন ? এমনকি ষাঁড়ের লড়াই থেকেও নাকি সৃষ্টির প্রেরণা পেতেন পিকাসো । নারীর দুটি চোখ যেন দুটি ভিন্ন দিকে তাকিয়ে আছে , এমনই পিকাসোর তুলির অনন্য আঁচড় । এই নারী পাবলো পিকাসোর এক সময়ের প্রেমিকা ডোরা । রঙধনুর সাত রঙে রাঙানো ডোরার পোশাক । চেয়ারে বসে আছেন তিনি । এটি পোর্ট্রেট হিসেবে বিশ্বখ্যাত । পিকাসোর অসংখ্য প্রেমিকাদের অনেকেই ঠাঁই পেয়েছেন তাঁর ক্যানভাসে । ব্যক্তিজীবনের প্রেম অমরতা পেয়েছে অতুল তুলির কারুকার্যে ।

যুদ্ধকে ঘৃণা করতেন এই অসামান্য শিল্পী । বছরের পর বছর ধরে এঁকেছেন যুদ্ধবিধ্বস্ত মানুষের ছবি । পীড়িত নারী ও অসহায় শিশুদের ছবি । পিকাসোর আঁকা ধবধবে সাদা পায়রার ছবিই বিশ্ব শান্তি কংগ্রেসে শান্তির প্রতীক হিসেবে মনোনীত হয় ।

তাঁর অন্যতম সেরা শিল্পকর্ম ‘ গোয়ের্নিকা ‘ ( ১৯৩৭ ) সাদা কালো তৈলচিত্র । স্প্যানিশ গৃহযুদ্ধের সময় জার্মানি এবং ইতালির বিমানবাহিনী বোমা ফেলেছিল গোয়ের্নিকায় । নৃশংসতার সেই ভয়ঙ্কর ছবি চিত্রিত করেন তিনি । ৯১ বছরের দীর্ঘ জীবন পিকাসোর । ১৯৭৩ সালে মৃত্যু। প্রায় ১৩৫০০ টি চিত্রকর্ম এবং প্রায় এক লক্ষ প্রিন্ট ও খোদাই সম্পন্ন হয়েছে তাঁর হাতে , এমনই অনুমান গবেষকদের । দ্য ওল্ড গিটারিস্ট , গারসন আ লা পাইপ , দ্য ব্লু রুম , টু ন্যুডস , থ্রি ম্যাজিশিয়ানস , সেলফ পোর্ট্রেট , তেতে দি ফ্রেমে ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য শিল্পকর্ম ।

তিনি বলতেন চিত্রশিল্প হলো এমন এক মিথ্যা , যা আমাদের সত্যকে উপলব্ধি করতে শেখায় । পরপর প্রেম , পরপর বিচ্ছেদ আর একের পর এক বাঁকবদল তাঁর জীবনের জলছবির মূল চিত্রকর । গার্ল বিফোর অ্যা মিরর , উইমেন অফ আলজিয়ার্স এবং দ্য উইপিং ওমেন এমনই কয়েকটি অসামান্য জলছবির শিরোনাম। কবি ও নাট্যকার পিকাসোর রয়েছে কয়েকশত কবিতা ও বেশ কয়েকটি নাটক । ‘ শিকাগো পিকাসো ‘ তাঁর বিখ্যাত ভাস্কর্য । কথিত আছে পিকাসো জন্মানোর পর ধাত্রী ভেবেছিলেন মৃত শিশুর জন্ম হয়েছে ।‌ তাই ধাত্রী শিশুটিকে একটি টেবিলের ওপর রেখে তার মায়ের সেবায় ব্যস্ত ছিলেন । এমন সময়ে পিকাসোর কাকা এগিয়ে এসে মুখে থাকা সিগারেটের ধোঁয়া শিশুর মুখে নিক্ষেপ করেন । এরপরেই নড়েচড়ে ওঠে শিশু পিকাসো। পৃথিবী পেয়ে যায় এক অবিস্মরণীয় শিল্পীকে , যাঁকে ঘিরে বিস্ময় শতাব্দীর পর শতাব্দী ফুরোয় না ।

আরও পড়ুন- নির্বাচনে প্রচারের নামে ধর্মীয় বিভাজন করছে বিজেপি, কমিশনে অভিযোগ জানাল দেশ বাঁচাও গণমঞ্চ

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক...

ফিনিশারের অভাব থেকে অনির্দিষ্ট ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি, সমস্যা বাড়ছে ওডিআইতেও

লাল বলে ভরাডুবির পর এবার সাদা বলেও অশনি সংকেত। রাঁচিতে প্রথম একদিনের(ODI) ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দলের ভুল...

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...