Monday, August 25, 2025

বাংলার মানুষকে নাজেহাল করে রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন। প্রথম দুদফায় উত্তরের জেলা পেরিয়ে আগামী ৭মে রাজ্যের চার কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন। গরমের দাবদাহকে উপেক্ষা করেই দক্ষিণে টানা প্রচার করে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ সোমবার দলীয় প্রার্থীদের সমর্থনে জোড়া সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় প্রার্থীর সমর্থনে প্রথম জনসভাটি হবে বোলপুরের মঙ্গলকোটে এবং অপর সভাটি হুগলির পাণ্ডুয়ায়।

রবিবার মালদহ দক্ষিণে রোড শো সেরেছেন অভিষেক। দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের (Shahnawaz Ali Raihan) সমর্থনে হুড খোলা ট্যাবলোতে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গরম উপেক্ষা করে অভিষেককে একঝলক দেখতে রাস্তায়, বাড়ির ছাদে, এমনকী বারান্দায় জনপ্লাবন। আগামিকাল অর্থাৎ সোমবার জোড়া জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোলপুরের মঙ্গলকোটে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হুহলির পাণ্ডুয়ায় জনসভা করবেন অভিষেক। আগামিকালের অভিষেকের জোড়া জনসভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

প্রসঙ্গত, রবিবার পাণ্ডুয়ার জনসভার স্থান পরিদর্শনে যান হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন ও ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। অরিন্দম বলেন, “এর আগে নবজোয়ার কর্মসূচিতে এবং ২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই মাঠে সভা করেছিলেন অভিষেক। তাই এই মাঠ আমাদের কাছে লাকি মাঠ। দিদি আমাদের প্রধান আর অভিষেক আমাদের সেনাপতি। সেনাপতির নেতৃত্বে আমরা লড়াই করছি।”

আরও পড়ুন- প্রচারে বেরিয়ে  অসুস্থ নাবালিকাকে নিজের গাড়িতে  হাসপাতালে পাঠালেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version