Thursday, August 28, 2025

আরামবাগ লোকসভার তৃণমূল (TMC) প্রার্থী মিতালী বাগের (Mitali Bag) গাড়ি ভাঙচুর এবং গাড়িচালক শেখ শাহজাহান ও তৃণমূল নেতা মফিজুল ইসলামকে মারধরের প্রতিবাদে পথ অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আরামবাগ পুরসভার দশ নম্বর ওয়ার্ড তৃণমূল (TMC) নেতা মফিজুল ইসলামকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে বিজেপি-র (BJP) বিরুদ্ধে। তাঁরা দুজনেই আরামবাগ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার, দলের নির্দেশে তাঁদের দেখতে যান তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন (Shantanu Sen)।

রবিবার, আরামবাগের তৃণমূল প্রার্থী খানাকুলের চিংড়া এলাকায় প্রচার করার সময় কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী মিতালির গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির চালক শেখ শাহজাহান ও তৃণমূল নেতা মফিজুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে। তাঁরা দুজনেই আরামবাগ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর প্রতিবাদে সোমবার গোঘাটের মান্দরন পঞ্চায়েতের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। দফায় দফায় আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা।

এদিকে দলের নির্দেশে আহতদের দেখতে যান তৃণমূল মুখপাত্র ডাঃ শান্তনু সেন। সঙ্গে প্রার্থী মিতালি বাগ, জেলা সভাপতি রমেন্দু সিংহরায়, স্বপন নন্দী, তুষার শীল, অশোক নন্দী। আক্রন্তদের কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন ডাঃ শান্তনু সেন।




Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version