Friday, November 7, 2025

তমলুকে শিক্ষকদের অনশন ভাঙিয়ে প্রার্থী দেবাংশুর সমর্থনে পথে শিক্ষামন্ত্রী

Date:

Share post:

এসএসসি শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। শুনানি হয়নি, হবে আগামিকাল, মঙ্গলবার। আজ তমলুকে শিক্ষকদের অনশন মঞ্চে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের অনশন ভঙ্গ করান। তারপর তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তাঁকে নিয়ে হাসপাতাল মোড় থেকে তমলুক রাজবাড়ি পর্যন্ত একটি মিছিল করেন। মিছিলে শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

সুপ্রিম কোর্টের রায় নিয়ে ব্রাত্য এদিন বলেন, আমরা আশাবাদী। এসএসসির যোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে ব্রাত্য বলেন, এসএসসি অটোনমাস সংস্থা। নানারকম মিডিয়া নানারকম ব্যাখ্যা করছে। তারা যা বলেছে ঠিকই বলেছে। অনশনরত শিক্ষকদের নিয়ে বলেন, এতদিন আমাদের শিক্ষকেরা এখানে অনশন করেছেন সংগঠনের কথায়, পার্টির কথায়। মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যোগ্য শিক্ষক, যাঁরা চাকরিহারা হয়েছেন, তাঁদের পাশে পার্টি সর্বতোভাবে থাকবে। রাজনৈতিকভাবে, আইনিভাবে এবং নীতিগতভাবে। আন্দোলন চলছে, আমাদের শিক্ষক সেল এখন অনেক সংগঠিত। প্রাথমিক এবং মাধ্যমিক সব জায়গায় গিয়ে আমরা প্রচার করতে পারছি। আজ তমলুকে যেমন দেবাংশু ভট্টাচার্যের হয়ে আমাদের শিক্ষক সেলই অর্গানাইজ করেছে। দেবাংশু তরুণ তুর্কি, তার সমর্থনে আজ তমলুকবাসীর কাছে ভোট চাইতে বেরিয়েছি। শিক্ষকদের ওপর বিজেপির হামলাকে অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষকেরা শান্তিপ্রিয়ভাবে সত্যাগ্রহ করছেন। বিজেপি অনশন, সত্যাগ্রহ, অহিংসা ইত্যাদির ঘোরতর বিরোধী। যেহেতু এগুলো মহাত্মা গান্ধীর মডেল। আর মহাত্মা গান্ধীকে বিজেপি বা আরএসএস কতটা পছন্দ করে আপনারা জানেন। ফলে অনশন, অহিংসা ইত্যাদি শব্দ শুনে চটে যায়। তাই শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, বিজেপির দুর্বৃত্তরা ঢিল ছুঁড়তে শুরু করে। এটা অনভিপ্রেত, দুঃখজনক। পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি নেই।

আরও পড়ুন- আম-রাজ্যে আমের বুথ! ফজলিবাবুর আদলে মালদহে মডেল বুথ

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...