Sunday, August 24, 2025

প্রকাশিত ICSE-ISC পরীক্ষার ফলাফল, পাশের হারে ছাত্রদের টেক্কা ছাত্রীদের, কীভাবে জানবেন রেজাল্ট?

Date:

সোমবার নির্ধারিত সময় মেনেই প্রকাশিত হল আইসিএসই (ICSE) (দশম) এবং আইএসসি (ISC) (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। সোমবার বেলা ১১টা নাগাদ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশেন (CISCE)-এর নয়া দিল্লির দফতর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির মেধা তালিকা (Merit List) প্রকাশ করা হয়। তবে চলতি বছর দশমের শ্রেনির পরীক্ষায় ছাত্রদের তুলনায় অনেক ভালো ফল করেছে ছাত্রীরা। এদিন ফলাফল প্রকাশের পর দেখা যায় যেখানে ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, সেখানে ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ। অন্যদিকে দ্বাদশের পরীক্ষাতেও জয়জয়কার ছাত্রীদেরই, পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের ৯৭.৫৩ শতাংশ।

চলতি বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। অন্যদিকে দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, যার মধ্যে ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ), ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ)। পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ জন। তবে চলতি বছর আইসিএসই (দশম) পরীক্ষায় ৬০ বিষয় এবং আইএসপি (দ্বাদশ) পরীক্ষা ৪৭টি বিষয়ে নেওয়া হয়েছিল।


কী ভাবে রেজাল্ট দেখবেন?

প্রথমে http://cisce.org এবং http://results.cisce.org যে কোনও একটিতে ক্লিক করতে হবে

দশম শ্রেণির পরীক্ষার্থীদের ফলাফল দেখতে উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে কোর্স অপশন হিসাবে ‘আইসিএসই’ বেছে নিতে হবে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফলাফল দেখতে হলে, একই ওয়েবসাইটে প্রবেশ করে ‘আইএসসি’ কোর্সটি বেছে নিতে হবে।

এরপর পরীক্ষার্থীদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা সাবমিট করতে হবে।

তথ্য সাবমিট করার পর ফলাফল দেখা যাবে।

পড়ুয়ারা চাইলে ওই পোর্টালের প্রিন্ট অপশনটি বেছে রেজাল্টের কপি বের করে নিতে পারবে।


চলতি বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় এবং দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত দশম এবং ১২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে পরিষদের তরফে এ দিন জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকে বন্ধ করা হচ্ছে আইসিএসই ও আইএসসি-র কম্পার্টমেন্ট পরীক্ষা। তবে চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় বার ইমপ্রুভমেন্ট এগজাম দেওয়ার সুযোগ মিলবে। সে ক্ষেত্রে তারা দু’টির বেশি বিষয়ে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা হবে জুলাই মাসে।

এছাড়াও, CISCE পরীক্ষার্থীদের ফলাফল পুনরায় খতিয়ে দেখতে পারে। এ ক্ষেত্রে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ১ হাজার টাকা করে জমা দিতে হবে। ৬ মে থেকে ১০ মে পর্যন্ত রিচেকিং-এর জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি পরীক্ষার্থীরা চাইলে তাঁদের নম্বর রি-ইভ্যালুয়েশন-এর আর্জিও জানাতে পারবে এতে। সে ক্ষেত্রে ১,৫০০ টাকা জমা দিতে হবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version