Monday, November 10, 2025

ভোটের মাঝেই ঝাড়খণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার! ইডির ‘তৎপরতা’ নিয়ে প্রশ্ন

Date:

শনিবার রাতেই নাকাতল্লাশি চালিয়ে একটি এসইউভি গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল দিল্লি পুলিশ। আর তারপর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্ধার টাকার পাহাড়। লোকসভা নির্বাচনের মাঝেই ঝাড়খণ্ডে টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা হানা, দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে বলে খবর। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। শেষ পাওয়া খবর তল্লাশির সময় জাহাঙ্গিরের বাড়ি থেকে ২৫ কোটি টাকা উদ্ধার করে ইডি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এই টাকা মন্ত্রীর পিএ সঞ্জীব লালের। তবে এখনও তল্লাশি এখনও চলছে। ইডি সূত্রে খবর, নোট-গণনার জন্য মেশিন নিয়ে আনা হয়েছে। তাঁদের ধারণা অর্থের পরিমাণ ৩০ কোটি পেরিয়ে যেতে পারে।

তবে শুধু টাকা নয় বেশ কিছু মহামূল্যবান গয়নাও উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গত বছর আর্থিক তছরুপের একটি মামলায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের নাম উঠে আসে। ঘটনায় রাঁচি-সহ জামশেদপুর, দিল্লি, বিহারের একাধিক জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় আধিকারিকরা। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করা হয়। সেই মামলার তদন্তে উঠে এসেছে মন্ত্রী তথা রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের নাম।

 

সেই সূত্র ধরেই আজ তাঁর বাড়ি এবং পরিচারক জাহাঙ্গিরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এদিনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমার কাছে এই বিষয়ে কোনও সরকারি তথ্য ছিল না। আমি টিভি দেখছিলাম। সেখান থেকেই খবর পাই আমি।”

 

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version