Monday, August 25, 2025

লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে আজ শাহ, শিবরাজ, মনসুখদের ভাগ্য পরীক্ষা

Date:

অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ (Third Phase of Loksabha Election)। বাংলার চার লোকসভা আসন সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে ৯৩টি আসনে। যেখানে রয়েছেন অমিত শাহ (Amit Shah), ডিম্পল, শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan), জ্যোতিরাদিত্য শিন্ডে, দিগ্বিজয়ের মতো হেভিওয়েট প্রার্থীরা। এই ভোটে মোট প্রার্থীর সংখ্যা ১৩৫১। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।

দেশের শাসনভার দখলের লক্ষ্যে তৃতীয় দফার ভোটে মোদি ক্যাবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ। যে তালিকায় রয়েছেন অমিত শাহ (Amit Shah)। গুজরাটের গান্ধীনগর থেকে লড়াই করছেন তিনি। পোরবন্দর থেকে মনসুখ মান্ডব্য (Mansukh Mandavya) এবং পুরুষোত্তম রূপালা রাজকোট থেকে ভোটে দাঁড়িয়েছেন। মোদি মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে মধ্যপ্রদেশের গুণা এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি কর্নাটকের ধারওয়াড় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে গুজরাটের ২৫, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ৯, ছত্তিশগড়ের ৭, বিহারের ৫, অসমের ৪, গোয়ার ২, পশ্চিমবঙ্গের ৪, দাদরা ও নগর হাভেলীর ১টি এবং দমন ও দিউয়ের ১টি লোকসভা কেন্দ্র রয়েছে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী ডিম্পল তাঁর প্রয়াত শ্বশুর মুলায়মের আসন মৈনপুরী থেকে প্রার্থী হয়েছেন।বারামতীতে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের কন্যা প্রার্থী। তাঁর লড়াই খুড়তুতো দাদা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রার সঙ্গে। মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে এবং দিগ্বিজয় সিং রাজগড় কেন্দ্র থেকে লড়াই করছেন।

 

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version