আজ রাজ্যের ৩ আসনে প্রচার মমতার

লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ (Third Phase of Loksabha election) শুরু হয়েছে। মঙ্গলবার একদিকে যেমন বাংলার চার কেন্দ্রে ভোট প্রক্রিয়া চলছে অন্যদিকে নির্বাচনী প্রচারের ময়দানে আজ রাজ্যের তিন কেন্দ্রে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং বর্ধমান-দুর্গাপুরের প্রার্থীর জন্য আজ ভোট প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)।

মঙ্গলবার দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর (Shantiram Mahato) হয়ে পুরুলিয়ায় প্রথম সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিষ্ণুপুরে যাবেন তিনি। মহিলা প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সমর্থনে সভা করার পর মুখ্যমন্ত্রীর তৃতীয় সভাটি হওয়ার কথা বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে সেখানে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে (Kirti Azad)।

 

Previous articleআজ সুপ্রিম আদালতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণ!
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ