ব্রাজিলে ভয়াবহ বন্যা: মৃত ৮৫, গৃহহীন প্রায় দেড় লাখ মানুষ

৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে। রাজ্যের প্রায় ৫০০ শহরের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি ক্ষতিগ্রস্ত। বৃষ্টি-বন্যা প্রাণ কেড়েছে কমপক্ষে ৮৫ জনের। নিখোঁজ এখনও ১৩০ জন। গৃহহীন অন্তত ১ লাখ ৫০ হাজার। মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • প্রবল বৃষ্টির জেরে জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস হয়েছে। একটি বাঁধের কিছু অংশ ভেঙে গিয়েছে। এর জেরে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রিও গ্রান্ডে দো সুলের চার লক্ষেরও বেশি মানুষ। একাধিক শহরের রাস্তা ও সেতু ভেঙে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরগুলি। এদিকে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ জল সঙ্কটে ভুগছেন।

আঞ্চলিক রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা নদীর জল উপচে পড়ে ভেসে গিয়েছে রাস্তা। তলিয়ে গিয়েছে আশেপাশের বেশ কিছু এলাকা। এর মাঝে পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে খাবার এবং পানীয় সরবরাহের করছেন স্বেচ্ছাসেবকরা।