Saturday, August 23, 2025

নেই রক্তপাত, ছাপ্পা, রিগিং! রাজ্যে তৃতীয় দফার ভোটও অবাধ শান্তিপূর্ণ

Date:

প্রথম দুই দফার মতো চলতি লোকসভা ভোটের তৃতীয় দফাতেও অবাধ ও শান্তিপূর্ণ ভোটের সাক্ষী থাকল রাজ্য। এই পর্বে মালদার দুই আসন ও মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ছিল ভোট গ্রহণ। বিক্ষিপ্ত কিছু গোলমাল এবং হাতে গোনা কয়েকটি অভিযোগ ছাড়া এদিন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

আজ, মঙ্গলবার তৃতীয় দফায় সারা দেশের সঙ্গে এরাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে ভোট সম্পন্ন হয়। বিকেল পাঁচটা পর্যন্ত চারটি কেন্দ্রে সার্বিক ভোটের হার ৭৩.৯৩ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ। ভোটের হারের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে মালদহ দক্ষিণ। প্রদত্ত ভোটের হার ৭৩.৬৮ শতাংশ। মালদহ উত্তরে ৭৩.৩০ এবং জঙ্গিপুরে ভোট পড়েছে শতকরা ৭২.১৩ শতাংশ। চারটি লোকসভা কেন্দ্রের সঙ্গে এদিন ভগবানগোলা বিধানসভাতেও উপ নির্বাচন হয়। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত গড় ভোটের হার ৭৩.৬৮ শতাংশ।

তৃতীয় দফা ভোটে সবমিলিয়ে কমিশনের কাছে বিকেল ৩টে পর্যন্ত মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সি ভিজিল এ ৫১টি অভিযোগ আসে, যার মধ্যে একটি বাদে বাকিগুলির সমাধান করা হয়েছে। কমিশন জানিয়েছে, এছাড়াও এনজিআরএস এ ৯৩টি এবং সিএমএস এ ২১৭টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সিপিএমের কাছ থেকে। বামেদের বড় শরিক ১৫৩টি অভিযোগ জমা দিয়েছে। অন্যদের মধ্যে বিজেপি ১০টি, তৃণমূল কংগ্রেস ১৭টি এবং কংগ্রেস ২৫টি অভিযোগ করেছে।

সেভাবে অশান্তির কোনও ঘটনা না ঘটলেও এই দফায় ভোট চলাকালীন এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে মালদার মালতিপুরে। বছর চল্লিশের ওই তৃণমূল কর্মী ক্যাম্প অফিসে সকাল থেকেই দলের কাজকর্ম করছিলেন। দুপুরের দিকে হঠাৎ সে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর।

আরও পড়ুন- বিকাল ৫টা পর্যন্ত দেশে ভোটের হার ৬০ শতাংশ, বাংলায় ৭৩.৯৩

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version