Saturday, December 6, 2025

প্রযুক্তিগত ত্রুটির জের! শেষ মুহূর্তে ‘মহাকাশ মিশন’ বাতিল হতেই মনখারাপ সুনীতার

Date:

Share post:

মঙ্গলবারই তৃতীয়বারের জন্য মহাকাশে (Space) পাড়ি দেওয়ার কথা ছিল। একেবারে সিট বেল্ট (Seat Belt) বেঁধে ‘স্পেস ট্যাক্সির’র (Space Taxi) মধ্যে বসে ছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে কাটল তাল! বাতিল হয়ে গেল আমেরিকান নভশ্চর সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) সফর। এদিন একেবারে শেষ মুহূর্তে মহাকাশ মিশনে যাওয়ার জন্য নির্ধারিত বোয়িং স্টারলাইনারের (Boeing Starline) উৎক্ষেপণের মাত্র কয়েকঘণ্টা আগে প্রযুক্তিগত ত্রুটির (Technical Error) কারণে মঙ্গলবার সুনীতার সফর বাতিল করা হয়। তবে এখনও পর্যন্ত এই মিশন লঞ্চের জন্য কোনও নতুন তারিখ নাসার (NASA) তরফে ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার ফ্লোরিডার কেপ ক্যানভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতা উইলিয়ামস একটি নতুন বোয়িং স্টারলাইনার মহাকাশযানে সকাল ৮ টা ০৪ মিনিটে তাঁর নতুন মহাকাশ মিশনে যাত্রা শুরু করতে চেয়েছিলেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় মিশন। তবে নাসার তরফে জানানো হয়েছে, এদিন লিফ্ট-অফের ঠিক ৯০ মিনিট আগে অ্যাটলাস ভি রকেটের উৎক্ষেপণ বন্ধ করে দেওয়া হয়। এদিকে ঘটনার পর নাসা ঘোষণা করে একটি ভালভের গুরুতর সমস্যার কারণেই মিশনটি বন্ধ করা হয়েছে। যদিও এদিন মেরামতির কাজ শুরু হলেও শেষ পর্যন্ত ওই যানের মেরামতি সম্ভব হয়নি। আর সেকারণেই ওড়ার ঘণ্টা দেড়েক আগেই অভিযান স্থগিত করে দিতে বাধ্য হয় নাসা। তার পরই স্পেস ট্যাক্সি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন সুনীতারা।

তবে মহাকাশ অভিযানে আগেই একের পর এক নজির গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। মঙ্গলবার সকালে ফের মহাকাশ অভিযানের পথে যাওয়ার কথা ছিল সুনীতার। একেবারে নতুন মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ওড়ার কথা ছিল। এর আগে ২০০৬ এবং ২০১২ সালে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এদিকে সুনীতার উইলিয়ামসের অভিযান বাতিল হতেই ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স এলএলসি অ্যাটলাস-৫ রকেট নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে একেবারে শেষ মুহূর্তে আচমকা তৃতীয় অভিযান বাতিল হওয়ায় মনখারাপ ৫৯ বছর বয়সি সুনীতার।

spot_img

Related articles

নানুরে দুষ্কৃতী হামলায় খুন তৃণমূলের বুথ সভাপতি, আশঙ্কাজনক আরও ৫

বীরভূমের নানুরে খুন তৃণমূল নেতা। শুক্রবার রাতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল থুপসড়ার তৃণমূল বুথ সভাপতি রাসবিহারী সর্দার (Rashbihari...

বালুরঘাট আদালতে ৫ বছরে ১৫-র বেশি দোষীর যাবজ্জীবন, বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না

বালুরঘাট (Balurghat)আদালতের পাঁচ বছরে ১৫-র বেশি আসামীর যাবজ্জীবন। যে সময় বিরোধীরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে সুর চড়াচ্ছেন ঠিক সেই...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৬ ডিসেম্বর (শনিবার) ২০২৫   ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৯৫ ₹ ১২৮৯৫০ ₹ খুচরো পাকা সোনা ১২৯৬০...

৭৫২ দিন পর ওডিআইতে টস জয় ভারতের, রাহুলের মুখে চওড়া হাসি

৭৫২ দিন, ২০ ম্যাচ পর অবশেষে একদিনের ক্রিকেটে টস জিতল ভারত। বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে...