Monday, August 25, 2025

আচমকা বাতিল ৮০টি এয়ার ইন্ডিয়া ফ্লাইট! সকাল থেকে দুর্ভোগে যাত্রীরা 

Date:

কর্মী নেই , তাই উড়তে পারছে না বিমান। বুধবার সকালে একসঙ্গে ৩০০ জন এয়ার ইন্ডিয়ার (Air India crew goes for mass sick leave) কর্মী আচমকা ছুটি নেওয়ায় বিপাকে পড়েছে পরিষেবা। বিমানবন্দরে গিয়ে মাথায় হাত যাত্রীদের। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েছেন। সকলের ফোন বন্ধ। কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই এই অবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবার। এখনও পর্যন্ত আশিটি ফ্লাইট ক্যানসেল (80 flight cancelled) করতে হয়েছে বলে খবর।

এদিন সকালে এয়ার ইন্ডিয়া বিমান বাতিল হওয়ার খবর সমাজ মাধ্যমে পোস্ট করেন যাত্রীরাই। এয়ারপোর্টে এসে এভাবে সমস্যার মধ্যে পড়ায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ। এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের দাবি, ‘‘আমাদের কেবিন ক্রুদের একটা বড় অংশ শেষ মুহূর্তে অসুস্থ বলে জানিয়ে ছুটি নিয়েছেন। এর ফলে বিমান পরিষেবা বিলম্বিত হচ্ছে। অনেক বিমান বাতিলও করতে হয়েছে। বিষয়টি বোঝার জন্য আমরা কেবিন ক্রুদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দ্রুত সমস্যা সমাধান করে বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।’’ বিমান সংস্থা যতই বলুক যে শারীরিক অসুস্থতার কারণে কর্মীরা ছুটি নিয়েছেন, অনেকের মতে, কর্মীদের এ ভাবে গণছুটি নেওয়া নিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদও হতে পারে।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version