Thursday, November 6, 2025

প্যারিস সাঁ জা’র জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে ৷ ঘরের মাঠে ডর্টমুন্ডের বিরুদ্ধে 0-১ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি ৷ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২-0 গোলে জিতে ফাইনালে উঠেছে জার্মানির ফুটবল ক্লাব ডর্টমুন্ড ৷ আগামী ১ জুন লন্ডনে তাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ ৷ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার ম্যাট হুমেলস ৷ জুলিয়ান ব্র্যান্ডের কর্নার কিক থেকে হেডারে ডান দিকের বার দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে সেই গোল পিএসজিকে ম্যাচে ঘুরে দাঁড়াতে দেয়নি ৷ ফরাসি ক্লাবের হয়ে শেষ মরশুম ছিল এটি এমবাপ্পের ৷

কিন্তু, শুরু থেকে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে চেনা ছন্দে দেখা যায়নি ৷ তবে, সুযোগ যে তিনি পাননি তা নয় ৷ ওয়ান-টু-ওয়ানে ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবলে এমবাপ্পের নীচু-শট বাঁচিয়ে দেন ৷ ওয়ারেন জাইরে-এমেরি একটি সহজ সুযোগ মিস করেছেন ৷ ম্যাচের ৪৮ মিনিটের মাথায় খালি গোলে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি ৷ আর তার খনিকের মধ্যে ম্যাট হুমেলস কর্নার কিক থেকে ভেসে আসা বল স্কোরে পরিণত করেন ৷ দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল প্যারিস সেরা ক্লাবটি ৷ কিন্তু, ২-0 এগ্রিগেডে এগিয়ে যাওয়ার পর রক্ষণে বাড়তি জোর দেয় বরুসিয়া ডর্টমুন্ট ৷ নিজেদের অর্ধে ভিড় বাড়িয়ে লং বলে খেলা শুরু করে ৷ এদিন ম্যাচ শেষে ‘লন্ডন ২৪’ লেখা টি-শার্ট পড়ে ডর্টমুন্ডের ফুটবলাররা সেলিব্রেশন শুরু করে ৷ আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে বরুসিয়া ডর্টমুন্ড ৷ তাদের প্রতিপক্ষে থাকবে রিয়াল মাদ্রিদ অথবা বুন্দেশলিগায় ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ৷




 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version