Thursday, January 1, 2026

হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মাস্টার মাইন্ড সাজিদ

Date:

Share post:

হাওড়ার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় এবার মাস্টার মাইন্ড শেখ সাজিদকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনার মূলচক্রী হিসেবে সাজিদের নামই উঠে এসেছিল। পুলিশ সূত্রে জানা গেছে যে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের ভাড়া করেছিল শেখ সাজিদ।

বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েতে গুলি চলার ঘটনায় তিন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করেছিল দল। তাদের মধ্যে ছিল এই শেখ সাজিদও। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোলা চক্রবর্তী এবং আজাহার লস্করকে সাসপেন্ড করা হয়েছিল। ভোলা বাঁকরা তিন নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিল। সহ-সভাপতি ছিল আজাহার। অন্যদিকে, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভোলাকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

গত, বৃহস্পতিবার দুপুরে মুখ ঢেকে বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পঞ্চায়েত অফিসের মধ্যেই গুলি চালায় তারা। সরাসরি গুলি না লাগলেও এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা-সহ মোট দু’জন জখম হন। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি টেবিলের তলায় বসে পড়েন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এবার পুলিশের জালে মাস্টার মাইন্ড শেখ সাজিদ।




 

spot_img

Related articles

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার...

নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

একুশে ফেব্রুয়ারি—ভাষা শহিদদের স্মরণে এই দিনটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। সেই ভাষা দিবসের ছুটিই এবার বাতিল করল...

নতুন বছরেও আইএসএল জট অব্যাহত, বড় সিদ্ধান্ত নিল কেরল ব্লাস্টার্স

নতুন বছরের শুরুতেও আইএসএল (ISL) নিয়ে জট কাটল না। ৩১ শে ডিসেম্বর আইএসএল (ISL) ক্লাবগুলোর কাছে লিগে অংশগ্রহণের...

ক্যানিংয়ে হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার অভিযুক্ত SI

ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যুর (Mysterious death) ঘটনায় গ্রেফতার করা ক্যানিং থানার সাব-ইনস্পেকটর সায়ন ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই অধরা...