পারিবারিক বিবাদের জেরে মুর্শিদাবাদে চলল গুলি, জখম ৩ শিশু-সহ মোট ৪

তবে এই ঘটনায় বাম-কংগ্রেস জোটের সমর্থকদেরই কাঠগড়ায় তুলেছে স্থানীয়রা।

ছাদ থেকে জল পড়া নিয়ে অশান্তির জের! বুধবার তৃতীয় দফার ভোট গ্রহণের পরদিনই ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। সূত্রের দুই পরিবারের মধ্যে অশান্তিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এদিকে অশান্তিকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে তিন শিশু-সহ মোট ৪ জন গুরুতর জখম হয়েছে বলে খবর। মঙ্গলবার সারা দেশের পাশাপাশি বাংলার মুর্শিদাবাদেও তৃতীয় দফার ভোটগ্রহণ হয়। আর ভোট কাটতে না কাটতেই ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিতলা (Ranitala) এলাকা।

স্থানীয় সূত্রে খবর, ছাদ থেকে জল পড়া নিয়ে দুই পরিবারের বিবাদ শুরু হয়। আর সেখান থেকেই তা হাতাহাতিতে পৌঁছে যায়। এই সময়েই বন্দুক নিয়ে এসে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। ছড়রা গুলিতে আহত হয় তিন শিশু। গুলি লাগে এক যুবকের শরীরেও। সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে রয়েছে ইব্রাহিম শেখ (৬), সজিব শেখ (১০) ও জসিমউদ্দিন শেখ। গুলিতে জখম হয়েছেন স্থানীয় যুবক রাজীব শেখও। এদিকে ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় বাম-কংগ্রেস জোটের সমর্থকদেরই কাঠগড়ায় তুলেছে স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তৎপর পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Previous articleশাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক
Next articleহাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মাস্টার মাইন্ড সাজিদ