Tuesday, November 11, 2025

হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মাস্টার মাইন্ড সাজিদ

Date:

হাওড়ার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় এবার মাস্টার মাইন্ড শেখ সাজিদকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনার মূলচক্রী হিসেবে সাজিদের নামই উঠে এসেছিল। পুলিশ সূত্রে জানা গেছে যে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের ভাড়া করেছিল শেখ সাজিদ।

বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েতে গুলি চলার ঘটনায় তিন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করেছিল দল। তাদের মধ্যে ছিল এই শেখ সাজিদও। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোলা চক্রবর্তী এবং আজাহার লস্করকে সাসপেন্ড করা হয়েছিল। ভোলা বাঁকরা তিন নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিল। সহ-সভাপতি ছিল আজাহার। অন্যদিকে, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভোলাকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

গত, বৃহস্পতিবার দুপুরে মুখ ঢেকে বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পঞ্চায়েত অফিসের মধ্যেই গুলি চালায় তারা। সরাসরি গুলি না লাগলেও এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা-সহ মোট দু’জন জখম হন। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি টেবিলের তলায় বসে পড়েন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এবার পুলিশের জালে মাস্টার মাইন্ড শেখ সাজিদ।




 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version