Wednesday, May 7, 2025

দুষ্কৃতী তাণ্ডবের জের! ভোটের ডিউটিতে গিয়ে মাথা ফাটল শিলিগুড়ির আইসি-র, জখম মহিলা ASI-ও   

Date:

ভোটের (Loksabha Election) ডিউটিতে এসে দুষ্কৃতীদের তাণ্ডবে আক্রান্ত পুলিশ (Police)। সূত্রের খবর, মালদহে (Maldah) ভোটের ডিউটিতে এসে গুরুতর জখম শিলিগুড়ি মহিলা থানার (Siliguri Women Police Station) আইসি পার্থ ঘোষ। জখম হয়েছেন এক মহিলা সাব ইন্সপেক্টরও (ASI)। মঙ্গলবার সন্ধেয় মালদহের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ১২২ নম্বর বুথের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে জানা যায় হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথে ভোটকর্মীদের আটকে রাখা হয়েছে। এরপরই খবর পেয়ে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আক্রান্ত আইসি। তখনই পিছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। আর তাতেই মাথা ফাটে পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যে গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

 

তবে ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ওই বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও এই ঘটনায় তাঁদের কোনও ভূমিকা চোখে পড়েনি। নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। তবে এদিন দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফাটে আইসির এবং এক মহিলা পুলিশ কর্মীরও মাথায় ও হাতে চোট লেগেছে বলে খবর। এছাড়াও অল্প বিস্তর জখম হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। এদিকে ঘটনার পরই বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আক্রান্ত আইসি পার্থ ঘোষকে।

পুলিশ কর্তা জানান, মঙ্গলপুরা গ্রামে কমপক্ষে সাড়ে তেরশো ভোটার। অথচ বিকেল পর্যন্ত মাত্র ২টি ভোট পড়েছিল। পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে আশ্বস্ত করলেও আচমকা একটি দুষ্কৃতী দল হামলা চালায়। এদিকে ছোড়া ইটের ঘায়ে পুলিশের কয়েকটি গাড়ির কাচও ভেঙে গিয়েছে বলে খবর।

 

Related articles

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...
Exit mobile version