Thursday, August 21, 2025

পারিবারিক বিবাদের জেরে মুর্শিদাবাদে চলল গুলি, জখম ৩ শিশু-সহ মোট ৪

Date:

Share post:

ছাদ থেকে জল পড়া নিয়ে অশান্তির জের! বুধবার তৃতীয় দফার ভোট গ্রহণের পরদিনই ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। সূত্রের দুই পরিবারের মধ্যে অশান্তিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এদিকে অশান্তিকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে তিন শিশু-সহ মোট ৪ জন গুরুতর জখম হয়েছে বলে খবর। মঙ্গলবার সারা দেশের পাশাপাশি বাংলার মুর্শিদাবাদেও তৃতীয় দফার ভোটগ্রহণ হয়। আর ভোট কাটতে না কাটতেই ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিতলা (Ranitala) এলাকা।

স্থানীয় সূত্রে খবর, ছাদ থেকে জল পড়া নিয়ে দুই পরিবারের বিবাদ শুরু হয়। আর সেখান থেকেই তা হাতাহাতিতে পৌঁছে যায়। এই সময়েই বন্দুক নিয়ে এসে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। ছড়রা গুলিতে আহত হয় তিন শিশু। গুলি লাগে এক যুবকের শরীরেও। সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে রয়েছে ইব্রাহিম শেখ (৬), সজিব শেখ (১০) ও জসিমউদ্দিন শেখ। গুলিতে জখম হয়েছেন স্থানীয় যুবক রাজীব শেখও। এদিকে ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় বাম-কংগ্রেস জোটের সমর্থকদেরই কাঠগড়ায় তুলেছে স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তৎপর পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...