Monday, August 25, 2025

রাহুল শাহজাদা হলে উনি শাহেনশাহ! আদানি-আম্বানি ইস্যুতে মোদির কটাক্ষের পাল্টা প্রিয়াঙ্কার 

Date:

আমি বিগত দুদিন ধরে দেখছি প্রধানমন্ত্রী অনেক ‘সাফাই’ দিচ্ছেন। কিন্তু উনি কী ভুলে যাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) শাহজাদা হলে উনি নিজে শাহেনশাহ (Sahenshah)! কিন্তু কেন মোদি (Narendra Modi) এত সাফাই দিচ্ছেন এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সোনিয়া কন্যা এদিন সাফ জানান, দেশবাসী দেখছেন কীভাবে দেশের পুরো সম্পত্তি নয়ছয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, শুধু ছবিতে থেকে ভোটে জেতা যায় না। এখন মানুষ সবটা বুঝছেন। শুধু ছবিতে থাকলেই হয়না, সামনে এসে কাজ করতে হয়। এবার জনগণ তা বুঝে গিয়েছেন আর সেকারণেই রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বুধবার নির্বাচনী প্রচারে যান মোদি। প্রথমে তিনি ভেমুলাওয়াড়ার রাজন্না মন্দিরে দর্শন করেন। এরপর একটি সভায় উপস্থিত হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এদিন সেই ইস্যুতেই পাল্টা মোদিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা।

 

এদিন মোদি বলেন, কংগ্রেসের ‘শাহজাদার’ কাছে আমি জানতে চাই, আদানি-আম্বানির থেকে কত কালো টাকা নিয়েছেন? ভোটের জন্য এসব শিল্পপতিদের কাছ থেকে কংগ্রেস কত টাকা পেয়েছে? তেলঙ্গানায় আগামী ১৩ মে একসঙ্গে বিধানসভা ও লোকসভা ভোট হতে চলেছে। তার আগেই ফের সোনিয়া তনয়কে কটাক্ষ রাহুলের। তবে বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোট চলাকালীন মনগড়া একের পর এক ইস্যুতে বিরোধীদের আক্রমণ করছেন প্রধানমন্ত্রী। তবে তাঁর কোনও অভিযোগই শেষমেশ প্রমাণে ব্যর্থ খোদ নরেন্দ্র মোদি। মোদি এদিন কংগ্রেসের পাশাপাশি সোনিয়া তনয়কে কটাক্ষ করে বলেন, শাহজাদা পাঁচ বছর ধরে আম্বানি ও আদানিদের নাম জপে আসছেন। ভোট ঘোষণার পর হঠাৎ করে তিনি চুপ করে গেলেন কেন! শাহজাদার উচিত খোলসা করে জানানো যে, এ ধরনের শিল্পপতিদের কাছ থেকে কত টাকা তিনি নিয়েছেন? কত ব্যাগ কালো টাকা তাঁদের কাছ থেকে পেয়েছেন? তাঁর এই আচমকা নীরবতার মানে হল আপনিও ট্রাক ট্রাক ভর্তি চোরি কা মাল পেয়েছেন। কিন্তু এর তীব্র বিরোধিতা করে হাত শিবিরের তরফে সাফ জানানো হয়েছে, লোকসভা ভোটের প্রচারে গিয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে উঠেপড়ে লেগেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। লোকসভা ভোটের সময় একাধিক রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি করে দেশবাসীকে ভুল বোঝাচ্ছেন বিজেপির হাইকম্যান্ড। তবে এসব ভাঁওতাবাজি মানুষ আর বিশ্বাস করেন না বলেও দাবি বিরোধীদের।

 

লোকসভায় আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে একাধিকবার প্রধানমন্ত্রীর জবাব দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু, তখন একেবারে মুখে কুলুপ আঁটেন প্রধানমন্ত্রী। এবার ভোটপ্রচারে এই প্রথম আদানি-আম্বানিদের কালো টাকা ইস্যুতে রাহুলকে আক্রমণ করলেন মোদি। তবে এখানেই শেষ নয়, এদিনের প্রচারসভা থেকে স্যাম পিত্রোদার ‘চিনা-আফ্রিকান’ মন্তব্যের জবাবে আক্রমণ শানান। আজ তেলঙ্গনার ওয়ারাঙ্গলের এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী  বলেন, ‘আমি ভাবছিলাম কেন দ্রৌপদী মুর্মুকে হানানোর জন্য এত চেষ্টা করছে কংগ্রেস? আমি জানতে পারলাম আমেরিকায় একজন চাচা আছেন যিনি ‘শাহজাদা’-এর দার্শনিক গাইড। ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো এই ‘শাহজাদা’ থার্ড আম্পায়ারের পরামর্শ নেন। এই দার্শনিক চাচা বলেন, যাদের চামড়া কালো তাঁরা নাকি আফ্রিকার। এই ইস্যুতে রাহুল গান্ধীকে টেনে কংগ্রেসকে আক্রমণ করে কংগ্রেসকে ‘বর্ণবাদী’ আখ্যা দেন মোদি। যদিও স্যাম পিত্রোদার মন্তব্যের দায় ইতিমধ্যে নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলেছে কংগ্রেস।

 

Related articles

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...
Exit mobile version