Thursday, August 21, 2025

সন্দেশখালির মিথ্যাচারের বেলুন ফুস, এখন বাংলা V/S BJP-র লড়াই: ভার্চুয়াল সভায় তোপ অভিষেকের

Date:

Share post:

প্রবল দুর্যোগে উড়তে পারেনি কপ্টার। সেই কারণে বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায় (Satabdi Ray) ও বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারের (Sharmila Sarkar) হয়ে ভার্চুয়াল প্রচার সভা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benerjee)। আর দুটি সভা থেকেই সন্দেশখালি নিয়ে মিথ্যাচার ও বাংলার মানুষকে অপমান করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক (Abhishek Benerjee)। তাঁর কথায়, বিজেপির মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে। সন্দেশখালি নিয়ে বাংলার ১০ কোটি মানুষকে অপমান করেছে গেরুয়া শিবির। আগে ছিল তৃণমূল বনাম বিজেপির লড়াই। এখন সেটা হয়ে গিয়েছে- বাংলা বানাম বিজেপির লড়াই- তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও ধুয়ে দেন অভিষেক।

সন্দেশখালির ভাইরাল ভিডিও ফুটেজ (সেই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’) প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, “বিজেপি ২০০০ টাকা দিয়ে সন্দেশখালিতে কয়েক জন মহিলাকে দিয়েছে, তৃণমূলকে ছোট করবে বলে নয়, বাংলাকে ছোট করবে বলেছে করেছে। বাংলার ১০ কোটি মানুষকে অপমান করেছে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, আগে ছিল তৃণমূল বনাম বিজেপির লড়াই। এখন সেটা হয়েছে, বাংলা বানাম বিজেপির লড়াই। “গত তিন চার মাস ধরে বাংলাকে কলুষিত করার যে পরিকল্পনা, এটা জনসমক্ষে চলে এসেছে। সন্দেশখালির যে বেলুন, তাতে আলপিন ফুটেছে। যাঁরা গলা ফাটাতেন, মিথ্যে খবর তৈরি করে বাংলাকে নির্লজ্জ ভাবে কলঙ্কিত করার চেষ্টা, চক্রান্ত এখন জনসমক্ষে। বিজেপির প্রকৃত স্বরূপ এসেছে।”- তুলোধনা করেন অভিষেক।

বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করে অভিষেক বলেন, “বসিরহাটে বিজেপির যে প্রার্থী, সেই রেখা পাত্রের একটা ভিডিও জনসমক্ষে এসেছে। সেখানে বলছেন, যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের না নিয়ে যাঁদের নিয়ে গিয়েছেন, তাঁদের সঙ্গে এর যোগাযোগ নেই। বিজেপির যে প্রার্থী, যাঁর সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন, গঙ্গাধর কয়াল জানিয়েছেন, সেই রেখা ২০০০ টাকা নিয়ে মিথ্যে মামলা করেছেন। বিজেপি যাঁদের রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েছে, তাঁদের সাজিয়ে নিয়ে গিয়েছে। আমি বলছি না। বিজেপি মণ্ডল সভাপতি, বিজেপির প্রার্থী বলেছেন।”

এর পরেই তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, এখানে ধর্ষণ করা হয়নি। ইচ্ছা করে ২০০০ টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। গোটা দেশের কাছে ক’টা ভোটের জন্য বাংলার মানুষকে ছোট করেছে বিজেপি।”

এদিনের সভা থেকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন অভিষেক। বুধবার, বাঁকুড়ায় সভায় যাওয়ার সময় “চোর চোর” স্লোগান দেওয়া হয় তাঁকে।  বলেন, “সন্দেশখালির ঘটনা সামনে আসার পর যেখানে পথসভা করে মায়েরা গর্জে উঠেছিলেন যে, সন্দেশখালির অপমান মানব না, সেই রাস্তায় বুধবার বিজেপির এক নেতা যে শব্দবন্ধ ব্যবহার করেছেন, আপনারা দেখেছেন। যাঁরা নারী ক্ষমতায়ন নিয়ে যাঁরা কথা বলেন, তাঁদের দেখুন।” তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, যাঁরা অন্যদের চোর বলত, সেই বিজেপি নেতাদের এখন “চোর” স্লোগান শুনতে হচ্ছে। অভিষেকের মতে, “ভাল লোকেরা বিজেপি করে না। পাড়ার চোর, চিটিংবাজেরা বিজেপি করে। এঁদের মানসিকতা ভাবুন, শীতলখুচিকাণ্ডের নেপথ্যে যিনি, তাঁকে এখানে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। কমিশন প্রার্থীপদ বাতিল করে। এখন ডামি প্রার্থী দিয়েছে বিজেপি।” গত ১০ বছরে গেরুয়া শিবিরের কোনও নেতা মানুষের খোঁজ নেয়নি বলে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

এসএসসি মামলা নিয়েও বিজেপি নেতৃত্বকে তুলোধনা করেন অভিষেক। বলেন, “বিজেপি বলেছিল এসএসসি নিয়ে বোম ফেলব। তৃণমূল বেসামাল হবে। মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র, সেই বেলুনে আলপিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এদের বাড়া ভাতে ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে অর্ডার দিয়েছিলেন, ২৫ হাজার জনের চাকরি বাতিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা মনে করি এখনও বিচারব্যবস্থায় মেরুদণ্ড সোজা রাখা লোকজন রয়েছে বলে দেশটা বেঁচে রয়েছে।” অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, সংবিধান থাকবে, দেশ থাকবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকবে না।






spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...