Sunday, January 11, 2026

বিপাকে বজরং, এবার নির্বাসিত করল আন্তর্জাতিক কুস্তি সংস্থা

Date:

Share post:

আরও বিপাকে কুস্তিগির বজরং পুনিয়া। দিন কয়েক আগেই ডোপ বিটর্কে বজরংকে সাময়িক সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। আর এবার নাডার পর আন্তর্জাতিক কুস্তি সংস্থার কোপে বজরং। ডোপিং বিতর্কের কারণে চলতি বছরের শেষ পর্যন্ত বজরংকে নির্বাসিত করল আন্তর্জাতিক কুস্তি সংস্থা।

জানা যাচ্ছে, বজরং-এর বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতীয় ট্রায়ালের সময় ডোপ নমুনা দেননি। মার্চ মাসে সোনিপতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ট্রায়াল। সেখানে তিনি ডোপিং পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেন। ডোপিং নমুনার নিয়ম লঙ্ঘন করায় তাঁকে সাময়িক ভাবে সাসপেন্ড করে নাডা। এবার একই সিদ্ধান্ত শিলমোহর দেয় আন্তর্জাতিক কুস্তি সংস্থা। ফলে চলতি বছরের শেষ পর্যন্ত তিনি কোনও ট্রায়াল বা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

এর আগে এই নিয়ে নাডা কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ১০ মার্চ বজরংয়ের কাছে মূত্রের নমুনা চাওয়া হয়েছিল। তিনি নমুনা দিতে অস্বীকার করেন। এরপর বজরংয়ের বিরুদ্ধে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডাকে অভিযোগ জানানো হয়। বিষয়টি নিয়ে নাডা কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন ওয়াডা কর্তৃপক্ষ। তারপর দুই সংস্থা যৌথ ভাবে বজরংকে নমুনা না দেওয়ার কারণ ব্যাখ্যা করে জানাতে বলে। একাধিক বার নোটিশ পাঠানো হয় কুস্তিগিরকে। জানা যাচ্ছে, গত ২৩ এপ্রিল শেষ বার নাডা চিঠি দিয়ে বজরংকে ৭মের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই নিয়ে যদিও মুখ খুলেছিলেন বজরং। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, “আমি কখনই নাডার কাছে ডোপ টেস্ট দিতে অস্বীকার করিনি।” বজরং-এর অভিযোগ, তাঁকে পরীক্ষার জন্য যে কিট দেওয়া হয়েছিল, তা মেয়াদ উত্তীর্ণ ছিল। কেন তাঁকে এরকম কিট হয়েছিল, তার উত্তর না পাওয়া পর্যন্ত তিনি পরীক্ষা দিতে রাজি হননি।

আরও পড়ুন- এই ক্রিকেটারের হাতে টি-২০ বিশ্বকাপ দেখতে চান যুবি

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...