সন্দেশখালির মা-বোনেদেরই অপমান করেছে বিজেপি: শশী পাঁজা

সন্দেশখালির স্ট্রিং অপারেশন নিয়ে মুখ খুললেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, বিজেপি মহিলাদের নিয়ে যে নাটক করছে তা এখন প্রকাশ্যে। সেখানকার মহিলাদের দিয়ে যে অভিযোগ করানো হয়েছে অথচ তারাই জানেন না যে কাগজে কি লেখা ছিল।ভিডিয়োগুলি প্রকাশ্যে আসার পরেই বোঝা যাচ্ছে যে, রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগ করিয়ে আদতে সন্দেশখালির মা-বোনেদেরই অপমান করেছে বিজেপি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
তিনি বলেন, সন্দেশখালিতে মিথ্যে ধর্ষণের ঘটনা বলা হয়েছে। পুরোটাই বিজেপির ষড়যন্ত্র। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। বাংলায় মহিলাদের ক্ষমতায়ন বেশি হয়েছে তাই বাংলায় এমন কাণ্ড করেছে বিজেপি।এমনকি তাদেরকে যে কাগজে সই করানো হয় সেখানে কি লেখা আছে তা তারা জানতেন না। অথচ তাদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।সন্দেশখালিতে রেখা পাত্রদের ব্রেন ওয়াশ করা হয়েছে।সন্দেশখালিতে আসল দোষী বিজেপি। মহিলাদের টাকা দিয়ে সব করেছে। দেশের কাছে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে।
বিরোধী দলনেতা অসংসদীয় ভাষায় মহিলাদের উদ্দেশ্যে ব্যবহার করছেন এটা সবাই দেখছে।তার স্পষ্ট কথা, রাজ্যপাল অসংবিধানিক কথা বলছেন। রাজযপাল পদে থাকার ক্ষমতার অপপ্রয়োগ করছেন।