জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, ভারতীয় সেনার হাতে খতম ৩ লস্কর জঙ্গি!

ভূস্বর্গে বড় সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ à§© জঙ্গি। গত সোমবার কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় একাধিক জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দারা। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা-পুলিশের যৌথবাহিনী (Kashmir Police) । তার পরেই মেলে সাফল্য।

গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত আহমেদ দার। তিনি রেডওয়ানি পায়েন এলাকার বাসিন্দা। সঙ্গে বাসিতের আরেক সহযোগী মোমিন গুলজার ও ফাহিম আহমেদ বাবাকেও শেষ করা হয়। এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজি ভিকে বিরডি (VK Birdi) জানিয়েছেন, ‘‌এটা আমাদের বড় সাফল্য। এই সন্ত্রাসবাদীরা à§§à§® জনকে খুন করেছিল। এই হত্যাকাণ্ডের মধ্যে নিরাপত্তা কর্মী, অসামরিক নাগরিক এবং সংখ্যালঘুরাও অন্তর্ভুক্ত রয়েছে।’ গত ৪ মে পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই ঘটনায় শহিদ হন এক বায়ুসেনা জওয়ান। জখম হন আরও ৪ জন। দিন কয়েক আগে, এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চিং প্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা (Pakistan Army)। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।