বহরমপুর লোকসভা কেন্দ্র (Berhampur Loksabha) থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটের লড়াই করছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan) । দাদার হয়ে ‘ভাইজান’ ইরফান পাঠান (Irfan Pathan)এবার আসছেন প্রচারে। বৃহস্পতিবার সকাল ১০:৫০ নাগাদ বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা বহরমপুরে পৌঁছে যাবেন ইরফান। সেখানে রোড শো এবং জনসভা করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী ১৩ তারিখ বহরমপুর কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড় কদমে প্রচার চালিয়েছেন। এবার রাজ্যে আছেন ইরফান পাঠান। এদিন দুপুর ২টো নাগাদ বরুয়া মোড় থেকে কাজিশা পর্যন্ত রোড শো করবেন তিনি। এরপর তিনটে পনেরো নাগাদ জনসভা শুরু হবে।

