Monday, November 10, 2025

তিন দফায় শান্তিপূর্ণ ভোট বাংলায়, রাজ্যের প্রশংসায় নির্বাচন কমিশনার!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ( Loksabha Election) তিন দফা ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। ১৯ এপ্রিল ২৬ এপ্রিল এবং ৭ মে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন দফা ভোটের শেষে রিপোর্ট দেখে উচ্ছ্বসিত জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। হিংসাত্মক ঘটনা কিংবা প্রাণহানির মত কোনও খবর মেলেনি। অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)।

প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয় এবং গত মঙ্গলবার তৃতীয় দফায় ভোট হয়ে গেল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও জঙ্গিপুরে। নির্বাচন এখনও পর্যন্ত রক্তপাতহীন। রিপোর্ট জমা পড়তেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের (Ariz Aftab) উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল কমিশনারের মুখে। এখনও চার দফায় ভোট পর্ব বাকি আছে। বুধবার রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আগামী ১৩ তারিখ কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুরে চতুর্থ দফার ভোট হবে। এরপর ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। ষষ্ঠ দফায় ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে নির্বাচন। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে আগামী  ১ জুন। সেদিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে নির্বাচন হবে। বাকি চার দফাতেও যাতে ভোটের দিন বা আগে পরে কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন।

 

spot_img

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...