সাবেকিয়ানার সাজে বিয়ে সম্পন্ন আদৃত-কৌশাম্বীর

টলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলার ছেলেটা ভালবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে গেল। লক্ষ্মীবারের সন্ধ্যায় চার হাত এক হল টলিপাড়ার অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী (Adrit Roy – Kaushambi Chakraborty)। হলুদ তসরের পাঞ্জাবিতে বর আর লাল বেনারসিতে কনে- বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে এলো নবদম্পতির (Adrit-Kaushambi wedding) ছবি।

হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল আদৃত-কৌশাম্বীর বিয়ের আসর। বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে যুগলের গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়। সন্ধ্যায় টলি পাড়া ছিল নতুন এক তারকা দম্পতি। বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল বেনারসি আর সোনার গয়নায় বাঙালি কনের মুখে হাসির ঝিলিক। বরের সাজে তসরের পাঞ্জাবিতে নজরকাড়া আদৃত। বিয়ের জন্য কাজ থেকে আপাতত দিন কয়েকের ছুটি নিয়েছেন আদৃত-কৌশাম্বী। ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের অনুষ্ঠান হলেও হাজির ছিল ‘মিঠাই’ (Mithai) পরিবার। আগামী à§§à§§ মে তাঁদের গ্র্যান্ড রিসেপশনের পার্টি। উপস্থিত থাকবেন টালিগঞ্জের ছোট ও বড়পর্দার কলাকুশলীরা।