Thursday, November 6, 2025

বাংলায় থেকে লেখাপড়া করেও যে মোটা অঙ্কের বেতনের চাকরি পাওয়া যায় তা প্রমাণ করলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের (Adamas University) পড়ুয়া। দুবাইতে বার্ষিক ১ কোটি টাকার চাকরি করে তাক লাগালেন শাশ্বত কাপাত (Shaswat Kapat। গত বছর দুবাইয়ের এক বহুজাতিক সংস্থা ডিআইএফএক্স (DIFX)-এ গুরুত্বপূর্ণ পদে যোগ দেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র।

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এখন বাবা-মাকে নিয়ে কর্মস্থলে থাকেন। তাঁর বাবা একজন নামজাদা হোমিওপ্যাথি ডাক্তার এবং মা একাধারে শিল্পী এবং গণিতের শিক্ষিকা। বিগত কয়েক মাস কাজের নিরিখে পদোন্নতি পেয়ে সকলের নজর কেড়ে নেন বাঙালি এই ছাত্র। সম্প্রতি, নিজের সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দুবাই থেকে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের (Adamas University) ভাইস চ্যান্সেলর প্রফেসর সুরঞ্জন দাসকে চিঠি পাঠান শাশ্বত। তাঁর এই সাফল্যে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অকুণ্ঠ ধন্যবাদ জানান ওই ছাত্র।

এই প্রসঙ্গে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় বলেন, প্রতিভার বিকাশ এবং পড়ুয়াদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে অ্যাডামাসের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণিত হল। এছাড়াও রাজ্য সরকার, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে লেখাপড়ার মানোন্নয়নের প্রতি যে জোর দিয়েছে, অ্যাডামাসের পড়য়াদের সাফল্য তারই ফলশ্রুতি বলেও জানান তিনি। পাশাপাশি, শাশ্বত কাপাতের উজ্জ্বল ভবিষ্যত ও আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছাও জানান সমিত রায়।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version