Monday, August 25, 2025

ভাষা সন্ত্রাস ছড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব: রোড় শো শেষে গর্জে উঠলেন অভিষেক

Date:

ভাষা সন্ত্রাস ছড়াচ্ছেন বিজেপি নেতারা। শনিবার, প্রথমে উলুবেড়িয়ার জনসভা ও পরে বর্ধমান-দুর্গাপুরের রোড শো শেষে বক্তৃতায় গেরুয়া শিবিরকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) থেকে শুরু করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কুকথার জন্য তীব্র আক্রমণ করেন অভিষেক।এদিন সাজদা আহমেদের সমর্থনে উলুবেরিয়ার জনসভায় মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দু অশ্রাব্য গালিগালাজের অডিও শোনান অভিষেক (Abhishek Banerjee)। বলেন, মহিলাদের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন শুভেন্দু , আমরা মরে গেলেও সেই ভাষা ব্যবহার করতে পারব না। এই বিজেপি নেতা যাকে পাশে বসিয়ে মোদি- শাহ সভা-সমিতি করেন তাঁর মুখের ভাষা শুনুন।দিলীপ ঘোষের কুকথা নিয়েও তোপ দাগেন অভিষেক। বলেন, “বিজেপি এখানে এমন একজনকে প্রার্থী করেছে যিনি সবসময় মানুষকে ধমকে চমকে দিল্লির নেতাদের কাছে নম্বর বাড়ানোর চেষ্টা করেন। কখনও বলেন গর্তে ঢুকিয়ে দেবো, কখনো বলেন মাথা ফাটিয়ে দেবো, কখনো বলেন মেরে ফেলব, কেটে ফেলবো, চামড়া গুটিয়ে দেবো। আবার কখনও বলছে , মা দুর্গার বাবা-মায়ের কোন ঠিকানা নেই। ভাবুন যা খুশি তাই বলছে!

এরপরই বিজেপি প্রাথীকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ ছিলেন পাঁচ বছর। বিজেপি তাকে মেদিনীপুর থেকে সরালো কেন! কারণ পাঁচ বছরে সেখানে কোনও পরিষেবা দেয়নি। পাঁচ মিনিটও সময় দেয়নি। বিজেপি হারের ভয়ে দিলীপ ঘোষকে এখানে পাঠিয়েছে। শুধু তাই নয়, কুখ্যাত কয়লা মাফিয়া তার পাশে বসে চা খায়। গত ১০ বছর কেন্দ্রে আপনার সরকার ক্ষমতায়, কী করেছেন আপনারা! এই দুর্গাপুরের স্টিল প্লান্ট কেন্দ্র বিক্রি করতে চেয়েছিল। কিন্তু মানুষের প্রতিরোধের প্রতিবাদে করতে পারেনি। এখন বলছে কাজ করবে। দশ বছর কী নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? প্রশ্ন অভিষেকের। সন্দেশখালি প্রসঙ্গ টেনে বলেন বাংলার ১০ কোটি মানুষকে ছোট করেছে দেশের কাছে, শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য।“ এইসঙ্গে অভিষেকের অভিযোগ, বিজেপি এখন সকলকে টাকা দিয়ে কিনতে চাইছে। ক্লাবগুলিকে টাকা দিচ্ছে। কিন্তু পাঁচ বছরে কোনও দিন খোঁজ নেয়নি।

তৃণমূল প্রার্থীর সম্পর্কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “বিজেপির সবথেকে ভালো সময় ২০১৪ তে অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কীর্তি আজাদ বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। আপনাদের সব ভোট এবার কীর্তি আজাদকে দিন।“





Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version