রাজভবনে অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে। এই বিষয় নিয়ে তাঁর বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ে (Rachana Banerjee) সমর্থনে সপ্তগ্রামের সভা থেকে আনন্দ বোসকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল সভানেত্রী। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, মমতা বলেন, “আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!“
এরপরেই মোক্ষম খোঁচা মমতার। বলেন, “আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাও পাপ!“
