মাত্র à§© বছরেই “কোটিপতি” যাদবপুরের সিপিএম প্রার্থী হোলটাইমার সৃজন!

0
1

যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী প্রাক্তন ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। তরুণ প্রজন্মকে সামনে আনতে বর্তমানে পার্টির রাজ্য কমিটির সদস্য সৃজনের উপর ভরসা রেখেছে আলিমুদ্দিন। সৃজন পার্টির হোলটাইমার। এই নিয়ে দ্বিতীয়বার ভোটে দাঁড়ালেন তিনি। এর আগে একুশের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর থেকে তাঁকে প্রার্থী করেছিল সিপিএম। জয় পাননি, এবার যাদবপুরে বামেদের ভরসা সুবক্তা সৃজন।

ইতিমধ্যেই মনোনয়নে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী তথা পার্টির হোলটাইমার সৃজন ভট্টাচার্য। হোলটাইমার হলেও বামেদের এই তরুণ প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তি নেহাত কম নয়। সর্বহারা সিপিএমের সৃজনকে “কোটিপতি” প্রার্থী বললে ভুল হবে না।

তবে সিপিএমের হোলটাইমার সৃজন ভট্টাচার্য কোটিপতি হয়েছেন মাত্র তিন বছরেই। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যে সম্পদের হিসেব পেশ করেছেন, তাতে সেই তথ্যই সামনে আসছে। ২০২১ সালে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সৃজন ভট্টাচার্য। সেই সময় নির্বাচন কমিশনের কাছে জমা পড়া হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৫৯ লক্ষ ৫ হাজার ৪০৩ টাকা। এর মধ্যে জমা টাকা, নগদ ও গয়না সহ অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৯ লক্ষ ৩৯ হাজার ৮২৬ টাকা। বাকিটা স্থাবর সম্পত্তি। সেই তালিকায় ছিল পূর্ব কলকাতার কসবার একটি ফ্ল্যাট ও শান্তিনিকেতনের একটি বাড়ি। এবার হলফনামা দিয়ে সৃজন যে সম্পত্তির খতিয়ান পেশ করেছেন, সেখানে তাঁর অস্থাবর সম্পত্তির অঙ্ক ১ কোটি ৭১ হাজার ৮১ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের অঙ্ক ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা। তিনি পেশায় কলেজ শিক্ষিকা। এখানে অবশ্য সম্পত্তির মোট অঙ্কে কলকাতা ও বোলপুরের বাড়ি দু’টিকে যোগ করা হয়নি। পেশা হিসেবে নিজেকে দলীয় হোলটাইমার হিসেবেই উল্লেখ করেছেন সৃজন।

এবার মনোনয়ন পেশের সময় সৃজনের হাতে নগদ ছিল ২৫০০ টাকা। তাঁর এসবিআই যাদবপুরের ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। বালিগঞ্জের এসবিআই-তে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের কসবা শাখায় রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা। একাধিক জায়গায় বিনিয়োগ রয়েছে সৃজনের। ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে সৃজনের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা। বামেদের এই হোলটাইমার নেতার নিজের কোনও গাড়ি নেই, সোনা নেই, কোনও দেনাও নেই।

দুটি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। একটি ফ্ল্যাট, যেটি রয়েছে দক্ষিণ কলকাতার কসবায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। শান্তিনিকেতনে আরও একটি বাড়ি রয়েছে, যার বাজারমূল্য ২৬ লক্ষ টাকা। এদিকে সৃজনের স্ত্রীর হাতে নগদ রয়েছে ৬ হাজার টাকা। এসবিআই চৌরঙ্গী ব্রাঞ্চে রয়েছে ৫৬ হাজার ৮৪৬ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বর্ধমান শাখায় রয়েছে ১৭ হাজার ৪০৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩২৬৩৫। সবমিলিয়ে সৃজনের স্ত্রীর মোট সম্পত্তি ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা।

আরও পড়ুন- জনসংযোগ সারতে ট্রেনে চড়লেন রচনা! তারকা প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত যাত্রীরাÂ