Saturday, August 23, 2025

২০০ পেরোবে না বিজেপি, কেন্দ্রে নেতৃত্বে তৃণমূল: ব্যাখ্যা দিলেন কুণাল

Date:

লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল সুপ্রিমো বারবার দাবি করেছেন কেন্দ্রের সরকার গঠন করবে বিজেপি বিরোধী জোট। সেই জোটে নেতৃত্ব দেবে তৃণমূল। রাজ্যের মানুষ তৃণমূলের এই দাবি নিয়ে বিন্দুমাত্র ধন্দে যেন না থাকেন, তার আগেই কীভাবে সেটা সম্ভব তার ব্যাখ্যা দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সমর্থনে নির্বাচনী পথসভা থেকে দেশের সবথেকে বেশি ‘গ্রহণযোগ্য নাম’ হিসাবে তুলে ধরেন কুণাল।

দিল্লিকে তৃণমূলের দূর্গ বলে উল্লেখ করে কুণাল ঘোষ দাবি করেন, “তৃণমূল নিজে ২০০ নয়। কিন্তু সংখ্যা গরিষ্ঠ সাংসদরা যে সরকার গঠন করতে চলেছেন সেই সরকারের নেতৃত্ব দেওয়ার মত মানুষ কজন? সাত বারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, দুবারের রেলমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নাম ভারতবর্ষের রাজনীতিতে আজ নেই।”

সেই সঙ্গে কেন্দ্রে বিজেপি সরকার যে এবার আর ক্ষমতায় আসবে না, জোর দিয়ে সেকথাও উল্লেখ করেন কুণাল। তাঁর দাবি, “আমরা জোটযুগে প্রবেশ করেছি। এনডিএ সরকার যখন গঠন করেছিল ১৮টি দল ছিল, এখন ১৪টি। শেয়ার বাজারে ধস নামছে। বিদেশি লগ্নিকারী যারা তারা শেয়ার তুলে নিচ্ছে। শেয়ার বিক্রি করে দিচ্ছে। শেয়ার বাজারের পতন বলছে দিল্লিতে এবার পরিবর্তন আসছে। বাংলায় ২০১১ সালের পরিবর্তন দিল্লিতে ২০২৪ সালের পরিবর্তনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।”

বিজেপির সম্ভাবনা ২০০ থেকে ২২০ আসনে আটকে যাবে বলেও ব্যারাকপুরের পথসভা থেকে দাবি করেন কুণাল। যে তিন দফার নির্বাচন হয়েছে তার মধ্যে উত্তরের জেলাগুলি থেকে যে আভাস পাওয়া যাচ্ছে তাতে এই সম্ভাবনা জোরালো হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের। সেই সঙ্গে দিল্লির সরকার গঠনে ‘সবচেয়ে সিনিয়র গ্রহণযোগ্য’ মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরেন তিনি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version