নির্বাচনী জনসভা থেকে বাংলার মানুষকে কুকথায় কটাক্ষ করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মানুষকে উল্টো করে সোজা করার মত হুঁশিয়ারিও দিয়েছিলেন। এবার বিজেপির নির্বুদ্ধিতায় সেই হুঁশিয়ারি তাদেরই ফিরিয়ে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টো ছবিকে সোজা করার জন্য অমিত শাহের সেই হুঁশিয়ারিকেই হাতিয়ার করলেন তিনি।

বালুরঘাটের জনসভা থেকে বাংলার মানুষকে উল্টে ঝুলিয়ে সোজা করার দাওয়াই বাতলেছিলেন অমিত শাহ। প্রবল সমালোচিত হওয়ার পরে সেই বাক্য বলা বন্ধ করেছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরেও কমিশন কোনও পদক্ষেপ না নেওয়ায় ফের বীরভূমের সভা থেকে সেই হুঁশিয়ারি জারি করতে থাকেন অমিত শাহ। ব্যারাকপুরের জনসভায় বিজেপি প্রার্থী অর্জুন সিং নরেন্দ্র মোদির হাতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্কর্য তুলে দেন। কিন্তু দেওয়ার সময় সেটি উল্টো হয়েছিল। মোদিও হাসি মুখে সেটি গ্রহণ করেন। পরে চিত্রগ্রাহকরা সতর্ক করান ছবিটি উল্টো রয়েছে বলে। তখন দ্রুত সুকান্ত মজুমদার ও মোদি সেটি সোজা করেন।

বাঙালিকে এভাবে অপমান করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দাবি লেখেন, “কিছুদিন আগে বাংলায় এসে কেউ একজন বলেছিলেন ‘উল্টা লটকাকর সিধা কিয়া যায়েগা”।

During his visit to Bengal day before someone said:
“उल्टा लटकाकर सीधा किया जाएगा.” https://t.co/uGeUTi6zlr
— Abhishek Banerjee (@abhishekaitc) May 12, 2024