Thursday, August 21, 2025

ফের নিশানায় বিরোধীরা, এবার কংগ্রেসের খাড়গের কপ্টারে তল্লাশি

Date:

Share post:

একের পর এক বিরোধী দলের নেতাদের কোনও না কোনও ভাবে চাপে রেখে নির্বাচনের ফায়দা তোলার পন্থা থেকে যে বিজেপি একচুলও সরে আসেনি শনিবার ফের তা একবার প্রমাণিত। রাজ্যে বিজেপি নেতাদের গাড়ি থেকে বারাবর টাকা উদ্ধার হয়েছে। বিরোধীদের ক্ষমতাসীন অনেক রাজ্যেই সেই নিদর্শন পাওয়া গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি বা নির্বাচন কমিশনের নজর শুধুই বিরোধী দলের নেতাদের দিকে। এবার কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হেলিকপ্টারে চালানো হল তল্লাশি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন এই এজেন্সি আদৌ বিজেপির উপর পদক্ষেপ নিতে পারবে না।

বিরোধীদের মধ্যে সর্বপ্রথম বিজেপির নিশানায় ছিল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। বন্ধ করে দেওয়া হয় ট্রায়াল রান। আয়কর দফতরের এই পদক্ষেপকে পরে ভুল বোঝাবুঝি বলে স্বীকার করা হলেও বেহালা ফ্লাইং ক্লাবে জারি রাখা হয় নজরদারি। এরপর কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি চালানো হয়। শনিবার ফের তল্লাশি চালানো হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হেলিকপ্টারে।

বিহারের সমস্তিপুর, পাটনা, মুজফ্ফরপুরে একের পর এক সভা ছিল মল্লিকার্জুন খাড়গের। সমস্তিপুরের সভা করছিলেন যখন খাড়গে সেই সময় নির্বাচন কমিশনের অধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশিতে কিছু না পেলেও বিরোধী দলের নেতাকে অপদস্থ করার কোনও সুযোগই ছাড়েনি কমিশন। বারবার এভাবেই বিরোধী নেতাদের নিচু দেখানোর কোনও সুযোগ ছাড়ছে না বিজেপি। আদর্শ আচরণ বিধি জারি থাকার অজুহাত দেখিয়ে প্রায় দুমাশ ধরে এভাবেই একনায়কতন্ত্র চলবে বিজেপির।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...