Sunday, November 9, 2025

ভোটের কয়েকঘণ্টা আগে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমা, কড়া শাস্তির দাবি তৃণমূলের 

Date:

নির্বাচনের আর বেশি কয়েকঘণ্টা বাকি। আর তার আগেই নদিয়ার (Nadia) রানাঘাট (Ranaghat) লোকসভার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাটের বিজেপির পঞ্চায়েত সদস্য দিবাকর রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি বোমা। রবিবার সকালে খবর পেয়েই গ্রামে পৌঁছে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াডে। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রানাঘাটে নির্বাচন। আর তার আগেই বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় অবিলম্বে দিবাকরকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল (TMC)।

পুলিশ সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ভাজনঘাট পঞ্চায়েতের সদস্য দিবাকরের বাড়ির ঠিক পিছনে বেশ কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় মহিলারা। তা দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর বস্তা খুলে পরীক্ষা করে দেখা যায়, ভিতরে রয়েছে তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ আপাতত উদ্ধার হওয়া বোমাগুলি ঘিরে রেখেছে বলে খবর। এদিকে বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে পরিস্থিতি আয়ত্তে আনে।

তৃণমূলের স্থানীয় নেতা প্রভাকর সরকার বলেন, বিজেপি ভোটের দিন বুথ দখল করে ছাপ্পা মারার জন্য বোমা মজুত করেছে। ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার না করলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version