Thursday, August 21, 2025

ভোটের কয়েকঘণ্টা আগে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমা, কড়া শাস্তির দাবি তৃণমূলের 

Date:

নির্বাচনের আর বেশি কয়েকঘণ্টা বাকি। আর তার আগেই নদিয়ার (Nadia) রানাঘাট (Ranaghat) লোকসভার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাটের বিজেপির পঞ্চায়েত সদস্য দিবাকর রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি বোমা। রবিবার সকালে খবর পেয়েই গ্রামে পৌঁছে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াডে। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রানাঘাটে নির্বাচন। আর তার আগেই বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় অবিলম্বে দিবাকরকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল (TMC)।

পুলিশ সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ভাজনঘাট পঞ্চায়েতের সদস্য দিবাকরের বাড়ির ঠিক পিছনে বেশ কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় মহিলারা। তা দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর বস্তা খুলে পরীক্ষা করে দেখা যায়, ভিতরে রয়েছে তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ আপাতত উদ্ধার হওয়া বোমাগুলি ঘিরে রেখেছে বলে খবর। এদিকে বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে পরিস্থিতি আয়ত্তে আনে।

তৃণমূলের স্থানীয় নেতা প্রভাকর সরকার বলেন, বিজেপি ভোটের দিন বুথ দখল করে ছাপ্পা মারার জন্য বোমা মজুত করেছে। ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার না করলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version