সরকারি হাসপাতালে দাপাদাপি মত্তের! ছুরিকাঘাতে মৃত্যু যুবকের, আহত কমপক্ষে ১০

রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur) একেবারে হাসপাতালে ঢুকে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক মত্তের বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার রাতে রাজস্থানের জয়পুরের এক হাসপাতালে এমন কাণ্ডে রীতিমতো অশান্তি ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনোজ সাইনি। শাহপুরার একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগে গত ৯ মে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।


কিন্তু গত শুক্রবার জামিনে ছাড়া পেতেই এক মুহুর্ত দেরি করেনি মনোজ। ওই দিনই রাতেই জয়পুরের শাহরপুরার সরকারি হাসপাতালে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় সে।
হাসপাতাল সূত্রে খবর, আচমকাই মত্ত মনোজ ছুরি হাতে হাসপাতালে ঢুকে পড়ে। আচমকা তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর আত্মীয় এবং হাসপাতালের চিকিৎসক-কর্মীরা। পুলিশ সূত্রে খবর এদিন সামনে যাঁকে পেয়েছে তাঁর উপরই হামলা চালায় মনোজ।


এদিন মোহন নামে এক যুবক তাকে বাধা দিতে গেলে একের পর এক ছুরির কোপ বসিয়ে দেয় সে। আর ওই যুবককে বাঁচাতে গিয়েই হাসপাতালের নিরাপত্তাকর্মী, চিকিৎসক-সহ ১০ জন আহত হয়েছেন বলে খবর। তবে ঠিক কী কারণে অভিযুক্ত এমন কাজ করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Previous articleভোটের কয়েকঘণ্টা আগে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমা, কড়া শাস্তির দাবি তৃণমূলের 
Next articleলাদাখে অবিশ্বাস্য আলো! সৌরঝড়ের প্রভাবে দীর্ঘ সময়ের নর্দার্ন লাইটস