Saturday, November 8, 2025

“আমার মাকেও ধর্ষণ করেছে”, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে নতুন অভিযোগ মহিলার

Date:

দেশ ছেড়ে পালিয়েছেন ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda)নাতি যেভাবে একের পর এক মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে তাতে নিজেকে বাঁচাতে কর্নাটক লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের একদিন পর ২৭ এপ্রিল বিদেশে উড়ে গেছেন বলে জানা গেছে। তাঁকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সেরাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এই আবহে আবার নতুন অভিযোগ সামনে এল।এক মহিলা এবার অভিযোগ করে বলেন, এখন থেকে চার-পাঁচ বছর আগে তাঁর মাকে ধর্ষণ করেছিলেন রেভান্না। শুধু তাই নয় তাঁকেও ভিডিও কলে জোর করে নগ্ন করার অভিযোগও তুলেছেন তিনি।

নির্যাতিতা জানিয়েছেন, রেভান্না তাঁকে ভিডিও কল করে পোশাক খোলার কথা বলতেন। এমনকি তাঁর মাকেও এই একই পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, “প্রত্যাখ্যান করলে আমার ও আমার মায়ের ক্ষতির হুমকি দিতেন। আমার পরিবার আমাকে সমর্থন না দিলে আমি অভিযোগ দায়ের করতে পারতাম না। আমার মাকে প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ করেছেন। এমনকী, ওঁর বাবা এইচ ডি রেভান্নাও। বাধা দিলে হুমকি দেওয়া হত আমার বাবার চাকরি ছিনিয়ে নেওয়ার।” প্রজ্জ্বলের ‘সেক্স টেপ’ ছড়ানোর অভিযোগে কর্নাটক পুলিশের সিট রবিবারই দুজনকে গ্রেফতার করেছে। রেভান্না দেশ ছেড়ে পালাতেই তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্লু কর্নার নোটিস (Blue Corner notice) দায়ের করেছে সিবিআই (CBI)। কিন্তু এখনও তাঁকে ধরা যায়নি। এদিকে কর্নাটক সেক্স কেলেঙ্কারি মামলায় সোমবার জেডিএস মালা এইচডি রেভান্নাকে বেঙ্গালুরু আদালত ৫ লক্ষ টাকার বন্ডে ব্যক্তিগত জামিন দিয়েছে। পেয়েছে; আগামীকাল তাঁর কাস্টডি শেষ হবে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version