Monday, August 25, 2025

“আমার মাকেও ধর্ষণ করেছে”, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে নতুন অভিযোগ মহিলার

Date:

দেশ ছেড়ে পালিয়েছেন ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda)নাতি যেভাবে একের পর এক মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে তাতে নিজেকে বাঁচাতে কর্নাটক লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের একদিন পর ২৭ এপ্রিল বিদেশে উড়ে গেছেন বলে জানা গেছে। তাঁকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সেরাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এই আবহে আবার নতুন অভিযোগ সামনে এল।এক মহিলা এবার অভিযোগ করে বলেন, এখন থেকে চার-পাঁচ বছর আগে তাঁর মাকে ধর্ষণ করেছিলেন রেভান্না। শুধু তাই নয় তাঁকেও ভিডিও কলে জোর করে নগ্ন করার অভিযোগও তুলেছেন তিনি।

নির্যাতিতা জানিয়েছেন, রেভান্না তাঁকে ভিডিও কল করে পোশাক খোলার কথা বলতেন। এমনকি তাঁর মাকেও এই একই পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, “প্রত্যাখ্যান করলে আমার ও আমার মায়ের ক্ষতির হুমকি দিতেন। আমার পরিবার আমাকে সমর্থন না দিলে আমি অভিযোগ দায়ের করতে পারতাম না। আমার মাকে প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ করেছেন। এমনকী, ওঁর বাবা এইচ ডি রেভান্নাও। বাধা দিলে হুমকি দেওয়া হত আমার বাবার চাকরি ছিনিয়ে নেওয়ার।” প্রজ্জ্বলের ‘সেক্স টেপ’ ছড়ানোর অভিযোগে কর্নাটক পুলিশের সিট রবিবারই দুজনকে গ্রেফতার করেছে। রেভান্না দেশ ছেড়ে পালাতেই তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্লু কর্নার নোটিস (Blue Corner notice) দায়ের করেছে সিবিআই (CBI)। কিন্তু এখনও তাঁকে ধরা যায়নি। এদিকে কর্নাটক সেক্স কেলেঙ্কারি মামলায় সোমবার জেডিএস মালা এইচডি রেভান্নাকে বেঙ্গালুরু আদালত ৫ লক্ষ টাকার বন্ডে ব্যক্তিগত জামিন দিয়েছে। পেয়েছে; আগামীকাল তাঁর কাস্টডি শেষ হবে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version