Monday, August 25, 2025

নির্বাচন কমিশনে ভিভিপ্যাট নিয়ে প্রতি দফাতেই অনেক অভিযোগ। এবার ইভিএম আর ভিভিপ্যাটে কত বড় গরমিল হাতে নাতে ধরলেন কৃষ্ণনগর কেন্দ্রের পলাশিপাড়ার বাসিন্দারা। একাধিক ভোটার স্পষ্ট লক্ষ্য করেন ইভিএম-এ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ভোট দেওয়ার পরেও ভিভিপ্যাটে পদ্মফুল দেখাচ্ছে। এরপরই তাঁরা অভিযোগ জানান প্রিসাইডিং অফিসারকে। তিনি দ্রুত ভোটদান বন্ধ করার নির্দেশ দেন। তবে এক্ষেত্রে ভোটারদের সতর্কতা ও প্রিসাইডিং অফিসারের তৎপরতার কারণে নির্বাচনে কারচুপি এড়ানো গেলেও সব ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে বলে দাবি বিরোধীদের। সেক্ষেত্রে ভোটযন্ত্রের সাহায্য নিয়েই বিরোধীদের অনৈতিকভাবে হারানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব নাও হতে পারে।

চতুর্থ দফার নির্বাচনে কৃষ্ণনগরের পলাশিপাড়ার বারুইপাড়ায় ৫৯ নম্বর বুথে সকাল থেকে ভোটদান ছিল শান্তিপূর্ণ। বেলা বাড়তেই দেখা যায় তৃণমূলপ্রার্থী মহুয়ার ভোট জমা হচ্ছে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ভোটবাক্সে। দ্রুত ভোট প্রক্রিয়া বন্ধ করার পর ইভিএম বদলের নির্দেশ দেন প্রিসাইডিং অফিসার। প্রাথমিক অনুমান দুনম্বরে থাকা অমৃতা রায়ের বোতামটিতে সমস্যা ছিল। কয়েকবার তাতে ভোট পড়ার পরই সেটি বসে যায়। ফলে যে কোনও বোতাম টেপা হলেও ভোটটি বিজেপিতেই পড়ছিল।

বাংলার সচেতন ভোটারদের তৎপরতায় কৃষ্ণনগর কেন্দ্রের ভোটে কারচুপি রোখা সম্ভব হয়। তবে যে প্রক্রিয়ায় কৃষ্ণনগরে সব ভোট ভোটারদের অজান্তেই বিজেপিতে পড়তে যাচ্ছিল, সেই প্রক্রিয়ায় অন্যত্রও বিজেপির কারচুপি জারি থাকার সম্ভাবনাই করেছে বিরোধীরা। সুপ্রিম কোর্ট সবকটি ভিভিপ্যাটের সঙ্গে সব ইভিএম মিলিয়ে দেখার মামলায় প্রক্রিয়ার জটিলতার কারণে মামলা খারিজ করে দিলেও কমিশনকে যান্ত্রিক ত্রুটিমুক্ত নির্ভুল নির্বাচনের নির্দেশ দিয়েছিল। কমিশন যে সেই নির্দেশের পালন আদৌ করছে না তা চতুর্থ দফায় হাতেনাতে প্রমাণিত।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version