ভোটের দিন কাছা পরেই দলের কাজে মাতৃহারা তৃণমূল সমর্থক দুই ভাই!

দলের প্রতি ভালোবাসা ও আনুগত্য দেখে বিস্মিত সকলে। মা হারা দুই ভাইয়ের কথায়, "দিদির কাছে অনেক কিছু পেয়েছি

বাবা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। মারা গিয়েছেন প্রায়১২ বছর আগে। আর মাত্র ৩ দিন আগে মারা গিয়েছেন মা-ও। এখনও পারলৌকিক কাজ হয়নি। পরনে কাছা পড়েই তাই ভোটের কাজে দুই ভাই। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেতাই কলেজ মোড়ে নাকাশিপাড়ার একটি ভোটগ্রহণ কেন্দ্রের কাছে তৃণমূল কংগ্রেসের বুথ অফিসে সকাল থেকেই দলের কাজ করছেন সদ্য মাতৃহারা দুই ভাই।

দলের প্রতি ভালোবাসা ও আনুগত্য দেখে বিস্মিত সকলে। মা হারা দুই ভাইয়ের কথায়, “দিদির কাছে অনেক কিছু পেয়েছি। দলকে ভালবাসি। রাজ্যের সব প্রকল্প সুবিধা পাই। প্রার্থী ভালো। ওনাকে অন্যায়ভাবে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে।”

এদিকে দুই ভাইয়ের মাতৃ বিয়োগের পরেও তারা ভোটের দিন সকাল থেকে বুথ অফিসে দলের কাজ করছেন। এই খবর পেয়ে নিজে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।





 

Previous articleহেমন্তের অন্তর্বর্তী জামিনে ইডি-র রিপোর্ট তলব, PMLA কোর্টে ধাক্কা
Next article“আমার মাকেও ধর্ষণ করেছে”, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে নতুন অভিযোগ মহিলার