বারাকপুরের (Barrackpore) দলবদলু বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার সারতে যান প্রধানমন্ত্রী। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পুত্র বিজেপি বিধায়ক পবন সিং মোদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি উপহার দেন। কিন্তু সেই ছবি যখন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়, তখন সেটা উল্টো। এই নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেন মমতা। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং। মঞ্চ থেকে ছবি কাণ্ডে নাম না করে অর্জুনকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।মমতা (Mamata Banerjee) বলেন, ”এখানকার প্রার্থীর নামের বিষয়ে কথা বলতে চাই না। ছেলেকে দিয়ে উল্টো ছবি কেন দিলেন? রবীন্দ্রনাথের ছবিটাও চেনা যায় না? বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিতে হয়, রবীন্দ্রনাথের ছবি উল্টে দিতে হয়? সোজা করে দিতে পারেন না? ছবি যখন দেয়, বলে ‘মোদীজি জিন্দাবাদ’। রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ বলে না।”

তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ”এক জন স্বজন আছে। জেলে বসে খুনের পরিকল্পনা করে। যেমন বিকাশকে করেছিল। এদের ছুঁতে নেই। আমাদের সঙ্গে ছিল। মাঝে এসেছিল, ভেবেছিলাম বদলেছিল। ময়লা যায় না ধুলে, কয়লা যায় না মলে। বলছে আমরা চোর। এত বিজ্ঞাপন দিচ্ছিস কী করে? সকাল থেকে মোদির মুখ আর প্রচার। এ দিকে ১০০ দিনের লোকের টাকা নেই। আমরা দেব। ভাটপাড়া মিল আমরা খুলিয়েছি।”
