Sunday, August 24, 2025

চতুর্থ দফার নির্বাচন শেষ, বাংলায় ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ

Date:

Share post:

সাতদফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় (4th Phase of Loksabha Election)সোমবার ভোটগ্রহণ হল বাংলার ৮ রাজ্যে। দেশের মধ্যে মোট ৯৬ কেন্দ্রে বিকেল ৫টায় ভোট শেষ হল। এদিন বাংলায় মোট ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ। সারা দেশে ভোট পড়েছে ৬২.৩০ শতাংশ। ভোটদানের নিরিখে শীর্ষে বোলপুর (Bolpur)। বিকেল ৩টের সময় নির্বাচন কমিশন (Election Commission of India) যে পরিসংখ্যান দেয় তাতেই দেখা যায় প্রথম স্থানে বোলপুর। পরবর্তী দুঘণ্টাতেও মানে বিকেল ৫টা পর্যন্তও এই ট্রেন্ড বদলায়নি। সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্র (Ranaghat Loksabha Constituency)। সেখানে ভোট ৭৭.৪৬ শতাংশ । এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।

লোকসভা নির্বাচনের এই ভোট হল দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশে ২৫টি, তেলেঙ্গানায় ১৭টি উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হল আজ। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও এদিন ভোট হয়েছে। সকাল থেকেই বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর মিলেছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হিংসার খবরের পাশাপাশি নদিয়ার পলাশিপাড়াতে ভোট কারচুপির অভিযোগও উঠেছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট শেষের পর সাংবাদিকদের জানান এদিন ভোটে গোলমাল পাকানোর অভিয়োগে মোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযগের প্রেক্ষিতে দুইজন প্রিসাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে। বাকি তিন দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিমাণ আরও বাড়ছে বলে জানিয়েছেন তিনি। পঞ্চম দফায় ৭৬২ কোম্পানি পরের দফায় কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হবে । ষষ্ঠ দফায় বাহিনী থাকবে ১০২০ কোম্পানির বেশি।

 

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...