Thursday, January 15, 2026

চতুর্থ দফার নির্বাচন শেষ, বাংলায় ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ

Date:

Share post:

সাতদফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় (4th Phase of Loksabha Election)সোমবার ভোটগ্রহণ হল বাংলার ৮ রাজ্যে। দেশের মধ্যে মোট ৯৬ কেন্দ্রে বিকেল ৫টায় ভোট শেষ হল। এদিন বাংলায় মোট ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ। সারা দেশে ভোট পড়েছে ৬২.৩০ শতাংশ। ভোটদানের নিরিখে শীর্ষে বোলপুর (Bolpur)। বিকেল ৩টের সময় নির্বাচন কমিশন (Election Commission of India) যে পরিসংখ্যান দেয় তাতেই দেখা যায় প্রথম স্থানে বোলপুর। পরবর্তী দুঘণ্টাতেও মানে বিকেল ৫টা পর্যন্তও এই ট্রেন্ড বদলায়নি। সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্র (Ranaghat Loksabha Constituency)। সেখানে ভোট ৭৭.৪৬ শতাংশ । এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।

লোকসভা নির্বাচনের এই ভোট হল দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশে ২৫টি, তেলেঙ্গানায় ১৭টি উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হল আজ। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও এদিন ভোট হয়েছে। সকাল থেকেই বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর মিলেছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হিংসার খবরের পাশাপাশি নদিয়ার পলাশিপাড়াতে ভোট কারচুপির অভিযোগও উঠেছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট শেষের পর সাংবাদিকদের জানান এদিন ভোটে গোলমাল পাকানোর অভিয়োগে মোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযগের প্রেক্ষিতে দুইজন প্রিসাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে। বাকি তিন দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিমাণ আরও বাড়ছে বলে জানিয়েছেন তিনি। পঞ্চম দফায় ৭৬২ কোম্পানি পরের দফায় কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হবে । ষষ্ঠ দফায় বাহিনী থাকবে ১০২০ কোম্পানির বেশি।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...