Monday, August 25, 2025

যোগীরাজ্যে অবাধে ‘ভোট লুট’ লখিমপুর খেরিতে, সাইকেলের ভোট গেল পদ্মে!

Date:

কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া লখিমপুর খেরিতে পদ্মের দুর্দিন। সেকথা বুঝতে পেরেই এবার ইভিএম-ভিভিপ্যাট কারচুপি চলল অবাধে। ভোটাররা অভিযোগ জানালেও কানেই নিল না প্রিসাইডিং অফিসাররা। ভোটার, যাদের এক একটা ভোট নির্বাচনে মূল্যবান বলে প্রচার চালাচ্ছেন খোদ নরেন্দ্র মোদি, তাদেরই যে কোনও গুরুত্ব নেই একনায়কের রাজ্য উত্তর প্রদেশে চতুর্থ দফার নির্বাচনে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লখিমপুর খেরি।

লখিমপুরের বিজেপি প্রার্থী কেন্দ্রের মন্ত্রী অজয় মিশ্র তেনি। তাঁর ছেলে ইচ্ছাকৃতভাবে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেশের ইতিহাসে নাম তুলেছেন। মন্ত্রীর ছেলের নৃশংসতা উত্তরপ্রদেশের নারকীয় ঐতিহাসিক ঘটনার মধ্যেই জায়গা করে নিয়েছে। সেই ঘটনার জেরে এবার লোকসভা নির্বাচনে অনেকটাই চাপে বিজেপি প্রার্থী অজয় মিশ্র তেনি, যা তিনি নিজেও জানেন। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ কংগ্রেস-সমাজবাদী পার্টি-তৃণমূল জোটের সপা প্রার্থী উৎকর্ষ বর্মা। সোমবারের নির্বাচনে সকাল থেকেই এই কেন্দ্রে ভোটদানের গতি ধীরে বলে অভিযোগ তোলে সমাজবাদী পার্টি।

বেলা বাড়তেই গোলা গোকর্ণনাথ ও সিংহানিয়া গ্রামের ভোট কেন্দ্রগুলি থেকে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ সমাজবাদী পার্টির প্রতীক সাইকেলের পাশের বোতাম টিপলেও ভিভিপ্যাটে পদ্মফুল দেখাচ্ছে। গোলা গোকর্ণ গ্রামে যে কোনও বোতাম টিপলেই একই ফল দেখায়। অভিযোগের ভিত্তিতে ভোটদান বন্ধও হয়ে যায় দীর্ঘক্ষণ। এই গ্রামের গরমিলের অভিযোগ কংগ্রেস রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি কমিশনে দায়েরও করেন। কিন্তু সিংহানিয়া গ্রামে ভোটের গরমিলের অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ভোটারদের অভিযোগ কর্তব্যরত প্রিসাইডিং অফিসার শুনতেই চাননি।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version