Wednesday, January 14, 2026

লোকসভা নির্বাচনের প্রচারে পূর্ব মেদিনীপুরে বিশেষ নজর, একগুচ্ছ জনসভা মমতা- অভিষেকের!

Date:

Share post:

সাত দফা লোকসভা নির্বাচনের (Loksabha Election) চার দফা শেষ হয়েছে। এখনও তিন দফা নির্বাচন বাকি। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে বিশেষ রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর এই জেলার কাঁথি এবং তমলুক কেন্দ্রের (Kanthi and Tamluk Constituency) জন্য তৃণমূল কংগ্রেসের (TMC ) তরফে একগুচ্ছ কর্মসূচি তৈরি করা হয়েছে। এই দুই কেন্দ্রেই টানা জনসভা এবং রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নির্বাচনের ব্যস্ততায় রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেখানেই যাচ্ছেন সেখানেই জনসুনামি তৈরি হচ্ছে। তীব্র তাপপ্রবাহ হোক বা দুর্যোগের ঘনঘটা – থামতে রাজি নন মমতা অভিষেক। দুজনেই প্রতি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে জনসভাতে ঝড় তুলছেন। তবে এবার পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ১৬ তারিখ থেকে ২৩ মে অর্থাৎ ষষ্ঠ দফা ভোটে প্রচারের শেষদিন পর্যন্ত খোদ তৃণমূল সুপ্রিমো জনসংযোগ করবেন। একই কর্মসূচি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৬ মে হলদিয়া, এগরা ও কাঁথিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিনই বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো হবে। ১৭ মে শুক্রবার তমলুকে (Tomluk) দেবাংশুর সমর্থনে রোড শো এবং হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে জনসভা করবেন অভিষেক। ১৮ তারিখ জয়নগরের জনসভার পাশাপাশি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে রোড শো করবেন। ১৯ মে ঝাড়গ্রাম ও ঘাটালের দলীয় প্রার্থীদের হয়ে জনসভা রয়েছে। ২২ তারিখে নন্দীগ্রামে রোড শো (Road show in Nandigram) করবেন অভিষেক বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...