আজ কল্যাণী – শ্রীরামপুরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় 

লোকসভা নির্বাচনের (Loksabha Election campaign) প্রচারে আজ কল্যাণীতে বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমে বনগাঁর প্রার্থীর সমর্থনে একদিকে যেমন সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি মতুয়াগড়ে CAA এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আজ কল্যাণীতে কী বার্তা দেন মমতা সেদিকে নজর থাকবে। এদিন প্রচারে সুপারস্টার দেব থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে মঙ্গলবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের (Srirampore Loksabha Constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) সমর্থনে স্টেডিয়াম গ্রাউন্ডে দুপুরে নির্বাচনী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান তৃণমূল নেতা তথা আইনজীবী এই কেন্দ্র থেকে গত তিনবার বিপুল ভোটে জয়ী হয়েছেন। এদিন তাঁর সমর্থনেই প্রচার করবেন মমতা।